For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে করোনা সংকটে আপাতত 'ব্রেক' লাগানো গিয়েছে! আশার বাণী জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী কী বলছেন

  • |
Google Oneindia Bengali News

গোটা বিশ্ব ভারতের করোনা যুদ্ধ নিয়ে প্রশংসায় মুখর। সমান তালে করোনার সঙ্গে লড়াইয়ে কেন্দ্রের সঙ্গে জোট বেঁধেছে রাজ্যগুলিও। এদিকে, বাড়তি ১৯ দিনের লকডাউনে রয়েছে দেশ। এমন পরিস্থিতিতে করোনা খানিকটা নিয়ন্ত্রণে কি? এক সর্বভারতীয় পত্রিকায় প্রশ্নের উত্তর দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর।

অর্থনৈতিক পরিস্থিতি কোনদিকে?

অর্থনৈতিক পরিস্থিতি কোনদিকে?

কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকরের দাবি, অর্থনৈতিক পরিস্থিতিকে দেশে ফের একবার সঠিক পথে চালনা করার জন্য ব্যবস্থা নিচ্ছে সরকার। আর সেজন্যই, ২০ তারিখের পর থেকে বিভিন্ন অর্থনৈতিক কাজকর্ম চালানোর কথা ভেবেছে সরকার।

বান্দ্রা থেকেপরিযায়ী শ্রমিক প্রসঙ্গ

বান্দ্রা থেকেপরিযায়ী শ্রমিক প্রসঙ্গ

প্রকাশ জাভড়েকর আশা প্রকাশ করেছেন যে, পরিযায়ী শ্রমিকরা যাঁরা আর্থাভাবে ঘরে ফিরেছেেন ,তাঁদের জন্য কাজের সুযোগ আগামী ২০ এপ্রিল থেকেই আসবে। তাঁর আশা করোনা ভাইারেসর জেরে লকডাউন কাটিয়ে ফের একবার পরিযায়ী শ্রমিকদের অন্ন সংস্থান হবে। অন্যদিকে বান্দ্রায় জনৈক ব্যক্তি শ্রমিকদের খাবার দেওয়ার লোভ দেখিয়ে এভাবে জনসমাগমে উদ্বুদ্ধ করে বলে খবর। যার তীব্র নিন্দা করেন কেন্দ্রীয় মন্ত্রী।

করোনা রোখা কি গিয়েছে?

করোনা রোখা কি গিয়েছে?

সর্বভারতীয় পত্রিকার ওই সাক্ষাৎকারে কেন্দ্রীয়মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানান, আপাতত করোনার দুর্বার গতিতে 'ব্রেক ' দেওয়া গিয়েছে। আগামী দিনে দেশের পরিস্থিতি আরও ভালোর দিকে যাবে। কিছু মানুষের ভুল বার্তার জন্য ভারতে কিছু জটিলতার সৃষ্টি হয়েছিল। যার ফলে দেশ ভুগছে। তবে বিভাজিত নয়, করোনার বিরুদ্ধে ভারত একজোট হয়ে লড়াই করবে।

English summary
Covid crisis temporary brake, it will improve says Prakash Javadekar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X