For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৪ ঘন্টায় স্বস্তি দিয়ে কমল মুম্বইয়ের করোনা সংক্রমণ! শঙ্কা বাড়িয়ে দিল্লিতে positivity rate ২০ ছুঁইছুঁই

ভয়ঙ্কর গতিতে ছড়াচ্ছে সংক্রমণ। বিশেষ করে বেশ কয়েকটি রাজ্যকে নিয়ে ক্রমশ বাড়ছে উদ্বেগ। কড়া কোভিড বিধি লাঘু করা হলেও তেমন ভাবে সংক্রমণকে ঠেকানো যাচ্ছে না। একদিকে করোনা অন্যদিকে ওমিক্রন। দুই ফলায় কার্যত বিদ্ধ হচ্ছে সাধারণ মান

  • |
Google Oneindia Bengali News

ভয়ঙ্কর গতিতে ছড়াচ্ছে সংক্রমণ। বিশেষ করে বেশ কয়েকটি রাজ্যকে নিয়ে ক্রমশ বাড়ছে উদ্বেগ। কড়া কোভিড বিধি লাঘু করা হলেও তেমন ভাবে সংক্রমণকে ঠেকানো যাচ্ছে না। একদিকে করোনা অন্যদিকে ওমিক্রন। দুই ফলায় কার্যত বিদ্ধ হচ্ছে সাধারণ মানুষ।

আর এই উদ্বেগকে বাড়িয়ে আরও সংক্রমণ বৃদ্ধি দিল্লিতে। পাল্লা দিয়ে বেড়েছে সংক্রমণ ছড়াচ্ছে মহারাষ্ট্রেও। যদিও এই দুই রাজ্যেই উইকেন্ডে কড়া লকডাউন জারি রয়েছে।

 ২৪ ঘন্টায় ২০১৮১ জন করোনা আক্রান্ত

২৪ ঘন্টায় ২০১৮১ জন করোনা আক্রান্ত

দিল্লিতে ভয়ঙ্কর গতিতে ছড়াচ্ছে করোনার (Delhi Corona Case) সংক্রমণ। রাজধানীতে গত ২৪ ঘন্টায় ২০১৮১ জন করোনা আক্রান্ত হয়েছেন। তবে শুক্রবার এই সংখ্যাটা ছিল ১৭ হাজারের কাছাকাছি। গত ২৪ ঘন্টাতে করোনাতে মৃত্যু হয়েছে সাতজনের। মাত্র একদিন তিন হাজার সংক্রমণের রিপোর্ট সামনে এসেছে। যা যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে চিকিৎসকদের কাছে। তবে স্বস্তির খবর, গত ২৪ ঘন্টায় ১১৮৬৯ জন মানুষ করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছে। এই মুহূর্তে দিল্লিতে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪৮১৭৮-এ পৌঁছে গিয়েছে।

সংক্রমণ রেট বেড়ে প্রায় ২০ এর কাছাকাছি

সংক্রমণ রেট বেড়ে প্রায় ২০ এর কাছাকাছি

দিল্লিতে ভয়ঙ্কর গতিতে বাড়ছে সংক্রমণ। অন্তত এমনটাই বলছে বুলেটিন। তথ্য অনুযায়ী করোনা সংক্রমণ রেট এই মুহূর্তে দিল্লিতে 19.60 হয়ে গিয়েছে। দিল্লিতে এই মুহূর্তে ২৫৯০৯ জন করোনা আক্রান্ত হোম আইসোলেশনে রয়েছে। গত ২৪ ঘন্টায় করোনা পরীক্ষা হয়েছে ১০২৯৬৫ লোকের। আর তাতে ২০১৮১ জন করোনা আক্রান্ত হয়েছেন। যদিও এই মুহূর্তে সে রাজ্যে উইকেন্ড কার্ফু চলছে। শুক্রবার রাত ৮টা থেকে শুরু হয়েছে চলবে সোমবার ভোর পাঁচ টা পর্যন্ত।

মুম্বইতেও বাড়ছে সংক্রমণ

মুম্বইতেও বাড়ছে সংক্রমণ

অন্যদিকে সংক্রমণ বাড়ছে মুম্বইতেও। গত ২৪ ঘন্টায় দেশের বাণিজ্য নগরীতে করোনা আক্রান্ত হয়েছেন ২০৩১৮ জন। তবে গত ৪৮ ঘন্টার নিরিখে সংক্রমণ কিছুটা কম। শুক্রবার আক্রান্ত হয়েছিলেন ২০,৯৭১ জন। অন্যদিকে করোনাতে পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। মোট আক্রান্তের ৮২ শতাংশের মধ্যে করোনার কোনও লক্ষণ নেই। যা উদ্বেগ বাড়াচ্ছে। তবে এই প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, করোনা সংক্রমণ বাড়লেও সেখানে হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা অনেকটাই কমেছে।

মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে

মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে

অন্যদিকে এই মুহূর্তে মুম্বইতে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা- 1,06,037 জন। অন্যদিকে মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা 41,434। তবে ইতিমধ্যে মহারাষ্ট্রেও কড়া বিধি লাঘু হয়েছে। নাইট কার্ফু কড়া ভাবে পালন করা হচ্ছে। তবে সে রাজ্যে করোনার নয়া ভ্যারিয়েন্টও ব্যাপক ভাবে ছড়াচ্ছে। এই মুহূর্তে সে রাজ্যে ওমিক্রনের সংখ্যা হাজার ছাড়িয়ে গিয়েছে। যা চিন্তার কারণ ডাক্তারদের কাছে।

English summary
covid cases decreased in Mumbai, positivity rate around 20 in Mumbai
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X