For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেরলে করোনা হু হু করে বাড়ছে, শেষ একদিনে করোনা আক্রান্ত ২৩ হাজারের বেশি

coronavirus , india, health, kerala, করোনা ভাইরাস , কেরল, ভারত

  • |
Google Oneindia Bengali News

কেরলে ফের হু হু করতে বাড়তে শুরু করেছে করোনার প্রকোপ। কার্যত গত কয়েক সপ্তাহ ধরে কেরলে যা পরিস্থিতি তাতে প্রশ্ন উঠতে শুরু করেছিল যে তাহলে কি কেরলই তৃতীয় স্রোতের এপিসেন্টার হয়ে উঠছে? এই পরিস্থিতিতে যখন ডেল্টার হানা প্রবলভাবে গোটা ভারতকে আতঙ্কিত করে রেখেছে সেকানে দক্ষিণ ভারতের ৬ রাজ্য আতঙ্কের বাতাবরণ তৈরি করেছে। সেখানে করোনার জেরে ৬ টি রাজ্য প্রবলভাবে বিধ্বস্ত। সেই জায়গা থেকে গত ১ দিনে কেরলে আক্রান্ত হয়েছেন ২৩,৫০০ জন।

কেরলে করোনা হু হু করে বাড়ছে, শেষ একদিনে করোনা আক্রান্ত ২৩ হাজারের বেশি

যদি কেরলের করোনাগ্রাফ খুব ভালোভাবে দেখা যায়, তাহলে দেখা যাবে গতবার করোনার প্রথম স্রোত আসার সময় প্রাথমিকভাবে কেরলই ছিল করোনার এপিসেন্টার। সেই জায়গা থেকে কেরলে দ্বিতীয় স্রোতে করোনা হানা দিলেও সেভাবে তা ভয়াবহতার দিকে যায়নি দিল্লি বা উত্তরপ্রদেশের মতো করে। তবে যখন গোটা দেশে ডেল্টা হানার হাত ধরে করোনার তৃতীয় স্রোতের আশঙ্কা শুরু হয়েছে তখন কেরলে গত ২৪ ঘণ্টায়২৩ হাজার ৫০০ জন আক্রান্ত হয়েছেন। তবে দৈনিক করোনা পজিটিভির হার ১৫.৯১ শতাংশ থেকে ১৪.৪৯ শতাংশের দিকে গিয়েছে। যা পরিস্থিতিকে সামন্য স্বস্তি দিয়েছে। তবে যেভাবে জিকার উপদ্রবের মধ্যে করোনার প্রকোপ কেরলে হু হু করে বাড়ছে সেখানে আসন্ন ওনম উৎসব ঘিরে রীতিমতো আশঙ্কা তৈরি হয়েছে।

কেরলে করোনা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন এখনও পর্যন্ত ১,৭৫,৯৭৫ জনের অ্যাক্টিভ করোনা রয়েছে। এদিকে ১৯৪১১ জন করোনা নেগেটিভ হয়েছেন। কেরলের মালাপ্পুরামে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দেখা গিয়েছে। যদি পরিস্থিতি বাংলার সঙ্গে তুলনা করা যায়, তাহলে দেখা যাবে, বুধবার পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা আগের দিনের তুলনায় সামান্য় বেড়েছে। যদিও রাজ্যে মৃত্যুর সংখ্যাও কমেছে। এদিন বাংলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭০০ জন। অন্যদিকে সুস্থতার হার একই রয়েছে, ৯৮.১৫% যা গতকালের পরিসংখ্যানের আশপাশে রয়েছে। এদিন সুস্থ হয়েছেন ৭৪৬ জন। এদিকে, বিগত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৭০০। এদিকে, ১১ অগাস্ট পশ্চিমবঙ্গে করোনা গ্রাফ বলছে, রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৩৫ হাজার ৬৯৯ জন হয়েছে। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮, ২৫৮। এদিনের রিপোর্টে দেখা যাচ্ছে মৃত্যু হয়েছে ৬ জনের।

এদিকে, দেশে করোনা সংক্রমণ মঙ্গলবার ২৮ হাজারে যেতেই তা স্বস্তির বাতাবরণ দেয় দেশকে। অন্যদিকে কেন্দ্র সাফ জানায় যে একদিনে করোনা সংক্রমণ নিচে গিয়েছে মানে তা স্বস্তির নয়। বরং দেশে ক্রমেই করোনার আর ভ্যালু বাড়ছে যার মানে হল, করোনার জেরে দেশে একজন রোগী থেকে বেশি সংখ্যক মানুষের দেহে ধীরে ধীরে করোনা ছড়িয়ে পড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে ভয় দেখাচ্ছে কেরের সংক্রমণের অঙ্ক। কেরলের ত্রিশূরে কোভিজ পজিটিভ ৩১২৪ জন, মালাপ্পুরামে ৩১০৯ জন আক্রান্ত শেষ ২৪ ঘণ্টায়। এই পরিস্থিতিতে বাম শাসিত বিজয়ন সরকার সেখানে ওনম উৎসব উপলক্ষ্যে কোন বন্দোবস্ত করেন, তা নিয়ে রয়েছে জল্পনা। এদিকে, দেশে আজ এক লাফে বেড়ে ৪০ হাজার ছুঁই ছুঁই হয়ে গেল করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৩৮ হাজার ৩৫৩, ফলে শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩৬ শতাংশ বেড়েছে।

English summary
Kerala Covid case update:23,500 cases recorded on Wednesday,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X