For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Covid: নতুন উপসর্গ নিয়ে হাজির কোভিড! যা আগেকার লক্ষণ থেকে আলাদা

Covid: নতুন উপসর্গ নিয়ে হাজির কোভিড! যা আগেকার লক্ষণ থেকে আলাদা

  • |
Google Oneindia Bengali News

আলফা, ডেল্টা, ওমিক্রন। কোভিড সংক্রমণ শুরুর পর থেকে বিভিন্ন ভ্যারিয়েন্ট বিভিন্ন জায়গায় দাপিয়ে বেরিয়েছে। আর সেই সঙ্গে তার উপসর্গেও পরিবর্তন হয়েছে। এই শীতে বেশ কিছু জায়গায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি গবেষণায় করোনার নতুন উপসর্গও শনাক্ত করা হয়েছে। যা আগেকার লক্ষণ থেকে অনেকটাই আলাদা।

কোভিডের সাধারণ লক্ষণ

কোভিডের সাধারণ লক্ষণ

২০১৯-২০-তে কোভিড শুরু হওয়ার পর থেকে যেসব লক্ষণগুলি সাধারণ হয়ে উঠেছিল, তার মধ্যে রয়েছে জিভে স্বাদ ও নাকে গন্ধ কমে যাওয়া, নাক দিয়ে জল পড়া, গলা ব্যথা, জ্বরের মতো উপসর্গ। আলফ থেকে ডেল্টায় এইসব লক্ষণগুলিই দেখা গিয়েছিল। কিন্তু ওমিক্রনের লক্ষণ ছিল তুলনামূলক হাল্কা।

 কোভিডে নতুন লক্ষণ

কোভিডে নতুন লক্ষণ

একটি সর্বভারতীয় সংস্থার প্রতিবেদন অনুসারে কোভিডের নতুন লক্ষণ হিসেবে উঠে এসেছে মায়ালজিয়া। কারও কারও মধ্যে কোভিড শনাক্ত করতে মায়ালজিয়া নতুন লক্ষণ হিসেবে উঠে এসেছে।

 মায়ালজিয়া কী?

মায়ালজিয়া কী?

মায়ালজিয়া হল এমন একটি অবস্থা, যেখানে শরীরে পেশিগুলি ব্যথা শুরু করে। যা জেরে কোনও কোভিড আক্রান্ত তাঁর জয়েন্টগুলিতে ব্যথা অনুভব করেন। যাঁর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা যতটা বেশি, তিনি ততটাই বেশি কিংবা কম ব্যথা অনুভব করে থাকেন। কোভিড আক্রান্তরা সাধারণভাবে কাঁধ ও মায়ালজিয়া অনুভব করে থাকেন।

সমস্যা হলেই পরীক্ষা করাতে হবে

সমস্যা হলেই পরীক্ষা করাতে হবে

পেশির ব্যথা শুরু হলেই শরীরে অস্বস্তি হয়। সাধারণভাবে মায়ালজিয়া দীর্ঘমেয়াদি কিংবা স্বল্পমেয়াদি হতে পারে। শুধু নড়াচড়ার সময়ই নয়, বিশ্রাম নেওয়ার সময়ও ব্যথা অনুভব হতে পারে। সাধারণভাবে মায়ালজিয়া তিন থেকে চারদিন সমস্যায় ফেলে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তবে তাঁরা বলছেন, সন্দেহ হলেই কোভিডের পরীক্ষা করাতে হবে। তাহলে সঠিক সময়ে চিকিৎসা শুরুর পাশাপাশি আরও অন্য কোনও সমস্যা থেকেও রক্ষা পাওয়া যেতে পারে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সারা বিশ্বেই কোভিডের বিরুদ্ধে লড়াই চলছে। সেই কারণে নিজেকে, পরিবারকে ও সমাদকে সুস্থ রাখতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে।

বরফে ঢাকা ভিক্টোরিয়া-গড়ের মাঠ, শীতে জবুথবু কলকাতাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোলবরফে ঢাকা ভিক্টোরিয়া-গড়ের মাঠ, শীতে জবুথবু কলকাতাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল

English summary
Covid appears with new symptoms named myalgia, Which is different from previous one
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X