For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের উর্ধ্বমুখী করোনা সংক্রমণ, আন্তর্জাতিক উড়ানের উপর নিষেধাজ্ঞা বাড়াল কেন্দ্র

Google Oneindia Bengali News

আন্তর্জাতিক উড়ান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা বাড়ল ৩১ মার্চ পর্যন্ত। আজ এই মর্মে একটি টুইট করে জানিয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন। তাদের তরফে করা টুইটে জানানো হয়েছে, ৩১ মার্চ ২০২১ এর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক বিমান ওঠানামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হল। তবে এই নিষেধাজ্ঞার বাইরে থাকছে, কার্গো বিমান এবং ডিজিসিএ-র বিশেষ অনুমতি পাওয়া বিমানগুলি। এদিকে বেশ কিছু বিমানের পূর্ব নির্ধারিত সূচি রয়েছে। সেগুলি ক্ষেত্র বিশেষে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছ।

আন্তর্জাতিক উড়ানের উপর নিষেধাজ্ঞা বাড়াল কেন্দ্র

দেশে কিছুটা কমলেও বেশ কয়েকটি রাজ্য়ে কয়েকদিনে মারাত্মক ভাবে বাড়ছে করোনা প্রকোপ। নতুন স্ট্রেনে এখনও পর্যন্ত প্রায় ২০০ জন আক্রান্ত বলে খবর পাওয়া গেছে। আইসিএমআর- এর তরফে জানানো হয়েছে, দক্ষিণ আফ্রিকা, তানজানিয়া সহ বেশ কয়েকটি দেশ থেকে আসা যাত্রীদের মধ্য়ে থেকে ৪ জনের শরীরে নতুন স্ট্রেন পাওয়া গেছে। তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে।

করোনা যখন ফের বাড়তে শুরু করেছে তখন পরিস্থিতি আয়ত্বের মধ্য়ে রাখতেই ফের আন্তর্জাতিক উড়ানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত বছরে আন্তর্জাতিক বিমানের ক্ষেত্রে যে ৩১ অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। পরে তা আরও একমাস বাড়ানো হয়েছিল। এবার সেটা বাড়িয়ে ৩১ মার্চ করা হল।

English summary
Covid 19 update, restriction on international flights extended till 31st March as cases rising
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X