For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অক্সফোর্ড ভ্যাকসিন ট্রায়াল এবার ভারতে! কেন ডিজিসি-র দিকে নজর সব মহলের

  • |
Google Oneindia Bengali News

অক্সফোর্ডের বহু প্রতিক্ষিত করোনা ভ্যাকসিন সম্পর্কে প্রাথমিক তথ্য প্রকাশ্যে চলে এসেছে। ল্যানসেট জার্নালের মতে, এই ভ্যাকসিন রোগ প্রতিরোধে উপযুক্ত ওষুধ। করোনার রোগ প্রতিরোধ ক্ষমতা এই ভ্যাকসিনে রয়েছে বলে জানানো হয়েছে। এবার এই ভ্যাকসিন আসছে ভারতে।

অ্যাস্ট্রা জেনেকা ভারতে

অ্যাস্ট্রা জেনেকা ভারতে

ভারতে এবার অক্সফোর্ডের কোভিড ভ্যাকসিনের ট্রায়ালের প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এরজন্য সেরম ইনস্টিটিউড ভারতের ডিজিসির দিকে তাকিয়ে রয়েছে। প্রতিষ্ঠানের কাছ থেকে অনুমতি চাওয়া হয়েছে এই ভ্যাকসিনের ট্রায়ালের।

ভারতে অক্সফোর্ড ভ্যাকসিনের বড় ভূমিকা

ভারতে অক্সফোর্ড ভ্যাকসিনের বড় ভূমিকা

ভারতে অক্সফোর্ড ভ্যাকসিনের জন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গী অ্যাস্ট্রাজেনেকা সংস্থা ভারতের সেরম ইনস্টিটিউটকে বেছে নিয়েছে এই ভ্যাকসিন তৈরির বিষয়ে। এবার সেরম ইনস্টিটিউট থেকেই উদ্যোগ নেওয়া হচ্ছে , ভারতে এই ভ্যাকসিনের ট্রায়ালের।

 অক্সফোর্ডের ভ্যাকসিন ও তথ্য

অক্সফোর্ডের ভ্যাকসিন ও তথ্য

'ল্যানসেট' জার্নালের সম্পাদক জানিয়েছেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালের ফলাফল অত্যন্ত আশাব্যাঞ্জক। এতে মানবসভ্যতার সহায়ক বহু বিষয় রয়েছে বলে দাবি করা হচ্ছে।

ভারতের কোভ্যাক্সিন কবে আসবে ?

ভারতের কোভ্যাক্সিন কবে আসবে ?

ভারতের করোনার টিকা অগাস্টে আসবে বলে মনে করা হচ্ছে না। এমনই দাবি একটি বড় অংশের। নিরাপদ ভ্যাকসিন আসতে আরও কয়েক মাসের অপেক্ষার বার্তা অনেকেই দিচ্ছেন। তবে কোভ্যাক্সিন দেড় বছরের মধ্যে চলে আসবে বলে মতামত অনেকের। হিউম্যান ট্রায়ালের প্রথম পর্যায় দুই থেকে তিনমাস লাগবে বলে দাবি এইমস এর। তারপর বাকি পর্ব সম্পন্ন হলে , বাজারে এই ভ্যাকসিন আসবে।

বিষাক্ত জুলাই! ভারতে করোনার দানবীয় হানা ঘিরে ভয়াবহ পরিসংখ্যান প্রকাশ্যে বিষাক্ত জুলাই! ভারতে করোনার দানবীয় হানা ঘিরে ভয়াবহ পরিসংখ্যান প্রকাশ্যে

English summary
Covid 19 Update, Oxford Covid vaccine trials to be conducted in India soon
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X