For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোভিড-১৯: সংকটে দেশ, দিনমজুরদের ১০০০ টাকা অনুদান ঘোষাণা যোগী আদিত্যনাথের

করোনা ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বেশি হয়েছেন গরিব মানুষ। একাধিক ক্ষেত্রে কাজ বন্ধ হয়ে যাওয়ায় সংকটের মুখে পড়েছেন তাঁরা।

Google Oneindia Bengali News

কোনা ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বেশি হয়েছেন গরিব মানুষ। একাধিক ক্ষেত্রে কাজ বন্ধ হয়ে যাওয়ায় সংকটের মুখে পড়েছেন তাঁরা। সেকারণেই উত্তর প্রদেশ সরকার বড় সিদ্ধান্ত নিল। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দিনমজুরদের ১০০০ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন।

দিনমজুরদের ১০০০ টাকা অনুদান

দিনমজুরদের ১০০০ টাকা অনুদান

করোনা ভাইরাসের জেরে প্রবল আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন গরিব মানুষ। একাধিক ক্ষেত্রে কাজ বন্ধ হয়ে যাওয়ায় প্রায় অধিকাংশ দিনমজুর এবং নির্মাণকর্মী কর্মহীন হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে তাঁদের সাহায্যের জন্য এগিয়ে এলেন রাজ্য সরকার। উত্তর প্রদেশের প্রায় ১৫ লাখ দিন মজুর এবং ২০.৩৭ লাখ নির্মাণ শ্রমিকদের ১০০০ টাকা করে আর্থিক অনুদান দেওয়ার কথা ধোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

 উত্তর প্রদেশে বাড়ছে করোনা সংক্রমণ

উত্তর প্রদেশে বাড়ছে করোনা সংক্রমণ

গত কয়েকদিন ধরে উত্তর প্রদেশেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। একদিনে ২৩ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজ্যে। গোটা দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৭০। মৃত্যু হয়েছে ৪ জনের। পরিস্থিতি মোকাবিলায় একাধিক পদক্ষেপ করতে শুরু করেছে রাজ্য সরকার। একাধিক রাজ্যে জারি হয়েছে ১৪৪ ধারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২২ মার্চ ১৪ ঘণ্টা জনতা কার্ফু পালনের আর্জি জানিয়েছেন দেশবাসীর কাছে।

 সংকটে দেশের আর্থিক পরিস্থিতি

সংকটে দেশের আর্থিক পরিস্থিতি

করোনা ভাইরাসের কারণে দেশের আর্থিক পরিস্থিতি চরম সংকটজনক অবস্থায় রয়েেছ। প্রধানমন্ত্রী জাতীর উদ্দেশ্যে ভাষণে অনুরোধ করেছেন এই পরিস্থিতিতে যারা কাজ করতে যেতে পারছেন না তাঁদের বেতন যেন না কাটা হয়। পরিস্থিতি মোকাবিলায় ফিনান্সিয়ার রেসপন্স টাস্ক ফোর্স গঠন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদী।

English summary
COVID-19: UP CM Yogi Adityanath announce to pay 1000 to daily wage labours
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X