ভারতে বাড়তে পারে করোনার সংক্রমণ! সময় জানিয়ে সতর্ক করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষবর্ধন
শীত আসছে। সেই মরশুমেই দেশে বাড়তে পারে করোনার সংক্রমণ (coronavirus) । এদিন সেই আশঙ্কার কথা জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন (harshvardhan)। প্রসঙ্গত উল্লেখ্য এর আগে বিভিন্ন রিপোর্টে উল্লেখ করা হয়েছে, করোনার সংক্রমণ শীতে বাড়তে পারে। কেননা সেই সময় সাধারণ মানুষের শ্বাসপ্রশ্বাস জনিত সমস্যা বেশি থাকে।
দৈনিক করোনা সংক্রমণে ৩৬০০-র গণ্ডি পেরিয়ে গেল রাজ্য! বাড়ল সক্রিয় আক্রান্ত, কমল সুস্থতার হার

শ্বাসপ্রশ্বাসের ভাইরাস করোনা
এদিন এক অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, করোনার সংক্রমণ শ্বাসপ্রশ্বাস জনিত ভাইরাসের কারণে হয়। সাধারণভাবে শ্বাসপ্রশ্বাস জনিত ভাইরাসের সংক্রমণ বেশি হয় শীতের আবহাওয়ায়। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণও কম থাকে।

ব্রিটেনের উদাহরণ
এব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রী ইউরোপী দেশগুলির তথা ব্রিটেনের উদাহরণ দেন। সেখানে শীত আসার সঙ্গে সঙ্গে করোনার সংক্রমণ বেড়েছে। তিনি বলেন, সেই উদাহরণ থেকে ভারতের ব্যাপারেও একই অবস্থা হতে পারে বলে ধরে নেওয়া যেতে পারে।

সতর্কতামূলক ব্যবস্থা অনুসরণে আহ্বান
সরকারের তরফে এই কারণে সতর্কতামূলক ব্যবস্থা অনুসরণে আহ্বান জানানো হয়েছে। তবে তার জন্য ভয় পাওয়ার কোনও দরকার নেই। বলেছেন মন্ত্রী।

ফেলুদা পেপার স্ট্রিপ পরীক্ষা চালু করা হবে
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ভারতে জরুরি ভিত্তিতে ভ্যাকসিন দেওয়ার কোনও পরিকল্পনা নেওয়া হয়নি। একইসঙ্গে তিনি জানিয়েছেন, করোনার সনাক্তকরণে ফেলুদা পেপার স্ট্রিপ টেস্ট সামনের কয়েক সপ্তাহের মধ্যে চালু করা হবে। তিনি বলেন, দেশে বিভিন্ন ভ্যাকসিন বিভিন্ন স্টেজে রয়েছে। তার ফলাফলের জন্য অপেক্ষা করা হচ্ছে।

যুব সম্প্রদায়ের জন্য আগে ভ্যাকসিন নয়
দেশের যুব সম্প্রদায়কে আগে করোনার ভ্যাকসিন দেওয়া হবে। কোনও কোনও মহল থেকে এই জল্পনার কথা ছড়িয়ে দেওয়া হয়েছে। যা নিয়ে মন্ত্রী বলেন, যাঁদের পেশাগত কারণ এবং সংক্রমণের সংস্পর্শে যাওয়ার ঝুঁকি রয়েছে, তাঁদের ক্ষেত্রে এই ভ্যাকসিন আগে দেওয়া হবে। শুরুর দিকে ভ্যাকসিন পাওয়া যাবে নির্দিষ্ট সংখ্যায়, জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।
