For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাড়ছে করোনার সাব-ভ্যারিয়েন্ট BA.2, তবে কী আরও একটি ঢেউ আসছে?

বাড়ছে করোনার সাব-ভ্যারিয়েন্ট BA.2, তবে কী আরও একটি ঢেউ আসছে?

Google Oneindia Bengali News

ওমিক্রন সাব-ভ্যারিয়েন্ট BA.2 কেসের সংখ্যা বৃদ্ধির সঙ্গে আবারও একটি আশঙ্কা তৈরি হচ্ছে। প্রশ্ন উঠছে, 'তবে কি বিশ্ব আগামী দিনে আরও একটি ওমিক্রন ঢেউয়ের মুখোমুখি দাঁড়িয়ে আছে?' এর প্রতিক্রিয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কর্মকর্তারা বলেছেন, ভ্যারিয়েন্টটি কত দ্রুত শিখরে পৌঁছাচ্ছে এবং তারপরে হ্রাস পাচ্ছে তা বিবেচনা করে, তার গ্রাফের পতনের ধীরগতি আছে কিনা এসব দেখে তবেই এর উত্তর দেওয়া যাবে।

বাড়ছে করোনার সাব-ভ্যারিয়েন্ট BA.2, তবে কী আরও একটি ঢেউ আসছে?

হু বলছে যদি আবার কেস বৃদ্ধি পায়, তাহলে এবার আমরা BA.2 এর আরও সংক্রমণই দেখতে পাব।
রাষ্ট্রসংঘের স্বাস্থ্য সংস্থা ওমিক্রনের বিভিন্ন ভ্যারিয়েন্টের উপর নজর রাখছে উল্লেখ করে, ডব্লিউএইচও-র মারিয়া ভ্যান কেরখোভ বলেছেন যে , 'ওমিক্রন দ্রুত ডেল্টাকে করোনার দিয়েছে। যেভাবে এটা ঘটে তা অবিশ্বাস্য এবং উপলব্ধ ক্রমগুলির মধ্যে আবারও একটি ভ্যারিয়েন্টের কেস বৃদ্ধি দেখতে পাচ্ছে। এগুলো BA.2 এরই কেস বলে আমরা মনে করছি'।

আপাতত মনে করা হচ্ছে BA.2 সাবভ্যারিয়েন্টটি "ধীরভাবে বাড়ছে" এবং দক্ষিণ আফ্রিকা, ডেনমার্ক, যুক্তরাজ্য এবং অন্যান্য দেশে এর ব্যাপকতা বেড়েছে। এটি নিয়ে অনেক পরীক্ষা চলছে যা ওমিক্রনের বিভিন্ন সাবলাইনেজের সঙ্গে মিলে গিয়েছে। আমরা এটির সংক্রমণক্ষমতা, তীব্রতা এবং ভ্যাকসিনের প্রভাব সম্পর্কে জানার চেষ্টা করছি।'

Kisan Drone Yatra: ড্রোনের মাধ্যমেই দেশে আধুনিক কৃষি কাজ! টার্গেট বাঁধলেন মোদী Kisan Drone Yatra: ড্রোনের মাধ্যমেই দেশে আধুনিক কৃষি কাজ! টার্গেট বাঁধলেন মোদী

হু বলছে, 'এখন সমস্ত সাবভ্যারিয়েন্টের মধ্যে, BA.2 , BA.1 এর চেয়ে বেশি সংক্রমণযোগ্য। তবে, তীব্রতার ক্ষেত্রে কোন পার্থক্য নেই।' হু এও উল্লেখ করেছে যে আলফা, বিটা এবং ডেল্টা সহ অন্যান্য সমস্ত করোনভাইরাস রূপগুলি বিশ্বব্যাপী হ্রাস অব্যাহত রয়েছে কারণ ওমিক্রন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়ে যায়।

গত সপ্তাহে বিশ্বের বৃহত্তম ভাইরাস ডাটাবেসে আপলোড করা ৪লক্ষেরও বেশি করোনা ভাইরাসের ক্রমগুলির মধ্যে, ৯৮% এরও বেশি ওমিক্রন ছিল। বারবার, ডাব্লুএইচও কর্মকর্তারা সংক্রমণের সঙ্গে সম্পর্কিত ঝুঁকি কমাতে কোভিড ভ্যাকসিনের ভূমিকা উল্লেখ করেছে। তারা জোর দিয়ে বলেছেন যে এই মুহূর্তে ভাইরাসের সংক্রমণ বন্ধ করা না গেলেও হাসপাতালে ভরতি ও মৃত্যুর হার অনেকটাই কমিয়ে আনা গিয়েছে।

একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে, ডব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস আরও বলেছেন, 'আমাদের আশা এই মহামারীটির তীব্র পর্যায় এই বছর শেষ হবে, যদি এই বছরের মাঝামাঝি ৭০% টিকা দেওয়া যায় হবেই।' মহামারী নিয়ে তার সাপ্তাহিক প্রতিবেদনে রাষ্ট্রসংঘ বলেছে যে গত সপ্তাহে বিশ্বব্যাপী মাত্র ১৬ মিলিয়নেরও বেশি নতুন করোনা আক্রান্ত হয়েছে এবং প্রায় ৭৫ হাজারের বেশি মৃত্যুর খবর মিলেছে।

পশ্চিম প্রশান্ত মহাসাগরই একমাত্র অঞ্চল যা নতুন সাপ্তাহিক ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে, প্রায় ১৯%। দক্ষিণ-পূর্ব এশিয়ায় করোনা প্রায় ৩৭% হ্রাস পেয়েছে, যা বিশ্বব্যাপী সবচেয়ে বড় ড্রপ। মধ্যপ্রাচ্যে মৃতের সংখ্যা ৩৮% এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরে প্রায় এক-তৃতীয়াংশ বেড়েছে। তবে, তারা উল্লেখ করেছে যে সারা বিশ্বে পরীক্ষার হার হ্রাসের কারণে করোনা কেসের সংখ্যা হ্রাস হতে পারে।

স্বাস্থ্য আধিকারিকরা অবশ্য উল্লেখ করেছেন যে ওমিক্রন আগের COVID-19 রূপের তুলনায় অনেক হালকা ক্ষমতা সম্পন্ন এবং উচ্চ টিকা দেওয়ার হারের জন্য হাসপাতালে ভরতি এবং মৃত্যুর হার বেশি বৃদ্ধি পায়নি।

English summary
corona sub variant BA.2 increasing, is it another alarm of another wave?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X