For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা রোগীদের চেনার আগেই কীভাবে ছড়িয়ে যাচ্ছে সংক্রমণ! গবেষণা কী বলছে

করোনা রোগীদের চেনার আগেই কীভাবে ছড়িয়ে যাচ্ছে সংক্রমণ! গবেষণা কী বলছে

  • |
Google Oneindia Bengali News

করোনা রোগীদের থেকে সংক্রমণ রোখার চেষ্টায় গোটা বিশ্ব। এদিকে, লাফিয়ে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণের প্রকোপ, অন্যদিকে মৃত্যুমিছিল কিছুতেই রোখা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে এক নয়া সমীক্ষায় জানা যাচ্ছে যে, করোনা সংক্রমণ কীভাবে রোগীদের শণাক্ত করার আগেই ছড়িয়ে যাচ্ছে।

করোনা রোগীদের থেকে সাবধানতা ..

করোনা রোগীদের থেকে সাবধানতা ..

এক নতুন গবেষণা বলছে, করোনা রোগীদের রোগের উপসর্গ হওয়ার আগেই শরীরে দানা বাঁধছে ভাইরাস। শুধু তাই নয়, করোনা রোগীদের থেকে এই সময়ই ছড়িয়ে যাচ্ছে রোগ। এমনই বলছে গবেষণা। যার ফলে মানুষ কিছু টের পাওয়ার আগেই করোনা বাসা বাঁধছে শরীর জুড়ে।

 করোনা সংক্রমণ ছড়ানোর থেকে রোখার উপায়

করোনা সংক্রমণ ছড়ানোর থেকে রোখার উপায়

গবেষণায় ৯৪ জন কোভিড ১৯ রোগীকে নিয়ে বেশ কিছু তথ্য দেখা গিয়েছে। সেখানে দেখা গিয়েছে 'করোনা ইনকিউবেশন ' এ থাকাকালীন রোগ ছড়ামোর প্রবণতা বাড়ছে। সেখানে বলা হচ্ছে রোগের উপসর্গের বহু আগেই দেশে ভাইরাস প্রবল আকার ধারণ করতে শুরু করে দিয়েছে। ফলে , যাঁকে সুস্থ সবল দেখতে লাগছে, তিনি ভিরতে কোভিড ১৯ আক্রান্ত হলেও হতে পারেনন। এর থেকে বাঁচার একমাত্র উপায় সোশ্যাল ডিসটেন্সিং।

 করোনার আক্রমণ হয়েছে কখন বোঝা যাবে?

করোনার আক্রমণ হয়েছে কখন বোঝা যাবে?

করোনার আক্রমণ মূলত একজন রোগীর দেহে উপসর্গের ২.৩ দিন আগে থেকে ঢুকে থাকে। আর তারপরই তা বড় আকার নেয়।

উপসর্গ শুরুর ৩৭ দিন বাদেও করোনা পজিটিভ পাওয়া যাচ্ছে!

উপসর্গ শুরুর ৩৭ দিন বাদেও করোনা পজিটিভ পাওয়া যাচ্ছে!

অন্য একটি সমীক্ষা বলছে, বেশিরভাগ ক্ষেত্রে ভাইরাস শরীরে ঢোকবার ৭ দিনের মধ্যে উপসর্গ শুরু হতে দেখা গিয়েছে। এরপর উপসর্গ থেকে ১০ দিন পরে টেস্টিং হলে তা নেগেটিভ দেখাচ্ছে। তাতে মনে হচ্ছে সেই ব্যক্তি করোনা ভাইরাসের গ্রাস থেকে মুক্ত। এরপর তাঁরই আবার উপসর্গ শুরুর ৩৭ দিন বাদে করোনা ধরা পড়ছে। এমন বহু বিভ্রান্তিকর রিপোর্ট হাতে পাচ্ছেন চিকিৎসকরা। যা নিঃসন্দেহে চিন্তা বাড়িয়েছে অনেকের।

করোনা মোকাবিলায় রাজ্যপালের কেন্দ্রীয় বাহিনীর প্রস্তাব, জবাব দিলেন মুখ্যমন্ত্রীকরোনা মোকাবিলায় রাজ্যপালের কেন্দ্রীয় বাহিনীর প্রস্তাব, জবাব দিলেন মুখ্যমন্ত্রী

English summary
COVID-19 patients spread virus two to three days before symptoms appear says Study.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X