For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউনের জেরে মদের দোকান বন্ধ হতেই কী করে বসলেন এই ব্যক্তি! তাজ্জব প্রতিবেশীরা

লকডাউনের জেরে মদের দোকান বন্ধ হতেই কী করে বসলেন এই ব্যক্তি! তাজ্জব প্রতিবেশীরা

  • |
Google Oneindia Bengali News

২৪ মার্চ মধ্যরাত থেকে দেশ জুড়ে ২১ দিনের লকডাউনের ডাক দেন প্রধানমন্ত্রী। এমন পরিস্থিতিতে দেশের সমস্ত নাগরিককে ঘরবন্দি থেকে করোনা ছড়িয়ে পড়া থেকে রোখার বন্দোবস্ত করার বার্তা দেন প্রধানমন্ত্রী। তবে কেরলের এক ব্যক্তি এই লক ডাউনের ঘোষণার পর থেকেই অস্বাভাবিক আচরণ করছিলেন বলে খবর।

লকডাউনের জেরে মদের দোকান বন্ধ হতেই কী করে বসলেন এই ব্যক্তি! তাজ্জব প্রতিবেশীরা

জানা গিয়েছে, ৩৮ বছর বয়সী ওই ব্যক্তি কেরলের ত্রিশূরে আত্মঘাতী হয়েছেন এই লকডাউনের মধ্যেই। মৃত ব্যক্তির পরিবারের দাবি, লকডাউনের জেরে কেরলের মদের দোকান বন্ধ থাকবে শুনেই অস্থির হয়ে উঠেছিলেন তিনি। এমনিতেই ব্যক্তি প্রবল মদ্যপ হয়ে থাকতেন বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। এরপর মদের দোকান ২১ দিন বন্ধ থাকবে শুনেই তিনি এমন পদক্ষেপ নিয়ে বসেন।

এদিকে,কেরলে লকডাউনের ঘোষণার পরই মনোবিজ্ঞানীরা কেরল সরকারের প্রতি বার্তা দিয়ে জানান, সেরাজ্যে ১.৬ মিলিয়ন মানুষ মদ্যপ। ফলে লকডাউনের জেরে এঁরা অস্বাভাবিক আচরণ করতে পারেন। এঁদের এই সময়ে সামলে রাখাও সরকারের পক্ষে বড় দায়িত্বের বিষয়। জানা গিয়েছে, মদের দোকান বন্ধের জেরে কেরলে এমন অস্বাভাবিক অবস্থায় ৪ জনকে এপর্যন্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

English summary
Covid 19 lockdown in India, Man commits suicide after liquor ban in Kerala
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X