For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌প্রতিবেশি রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ, পশ্চিবঙ্গ সীমান্তবর্তী অঞ্চলে নজরদারি জোরদার করছে অসম

Google Oneindia Bengali News

করোনা ভাইরাস সংক্রমণ বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতে কম হলেও এ দেশেও প্রতিদিনই নতুন সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। বর্তমানে কোভিড–১৯ মহামারি পরিস্থিতি কথা মাথায় রেখে অসম সরকার পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অঞ্চলগুলিতে নজরদারি জোরালো করেছে।

পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলায় কড়া নজরদারি

পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলায় কড়া নজরদারি

অসম সরকার নির্দেশ দিয়েছে যে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী ধুবড়ি ও কোকরাঝাড় জেলায় কড়া নজরদারি রাখা হবে। কারণ প্রতিবেশি রাজ্যেই কোভিড-১৯ সংক্রমণ বেড়েছে। অসমের স্বাস্থ্য মন্ত্রী ডঃ হিমান্ত বিশ্ব শর্মা শুক্রবার জানিয়েছেন, রাজ্য সরকার পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অঞ্চলগুলিতে নজরদারি বাড়িয়েছে। তিনি বলেন, ‘‌পশ্চিমবঙ্গে কোভিড-১৯ পজিটিভ কেস বেড়েছে এবং কোনও সন্দেহজনক ব্যক্তি পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে অসমে প্রবেশ করুক আরা তা চাই না।'‌

ধুবড়ি জেলা থেকে পাঁচটি পজিটিভ কেস

ধুবড়ি জেলা থেকে পাঁচটি পজিটিভ কেস

অসম সরকার ধুবড়ি ও কোকরাঝাড়ের জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে ট্রাক চালক সহ বাইরে থেকে আসা সকলকে পরীক্ষা করার জন্য। ২৬ এপ্রিল অসম সরকারের পক্ষ থেকে ধুবড়ি জেলায় অনবরত কোভিড-১৯-এর পরীক্ষা করা হবে। হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘নিয়মিত ‌নজরদারির ফলে ধুবড়ি থেকে পাঁচটি পজিটিভ কেস পাওয়া গিয়েছে এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই জেলায় ক্রমাগত কোভিড-১৯•এর টেস্ট করব।'‌

১৫০ জনের কাছ থেকে নমুনা সংগ্রহ

১৫০ জনের কাছ থেকে নমুনা সংগ্রহ

স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন যে স্বাস্থ্য কর্মী ও চিকিৎসকরা ক্রমাগত সোয়াব নমুনা সংগ্রহ করবেন বিলাসিপারা, ছাপার ও ধুবড়ি শহরের ১৫০ জনের কাছ থেকে। অসমে ইতিমধ্যেই ৩৫ টি কেস করোনার পাওয়া গিয়েছে এখনও পর্যন্ত, কোনও মৃত্যু নেই এবং ১৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন।

English summary
Coronavirus case rising in west bengal, assam tightens vigil in bordering district
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X