For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছাঁটাই নয়, কর্মীদের বেতন বিহীন ছুটিতে পাঠানো শুরু! প্রবল বিপর্যয়ের মেঘ এই নামী সংস্থায়

ছাঁটাই নয়, কর্মীদের বেতন বিহীন ছুটিতে পাঠানো শুরু! প্রবল বিপর্যয়ের মেঘ এই নামী সংস্থায়

  • |
Google Oneindia Bengali News

ধিক ধিক করে আশঙ্কার আগুন জ্বলতে শুরু করেছে দেশের বিভিন্নপ্রান্তে। ২১ দিনের লকডাউনের পর ১৯ দিনের লকডাউনের ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রবল অশনি সংকেত দেখেছে গোটা দেশের বণিকমহল। এদিকে, প্রধানমন্ত্রী কর্মী ছাঁটাই থেকে বিরত থাকতে বলেছেন সংস্থাগুলিকে। এমন পরিস্থিতিতে একের পর এক আশঙ্কার খবর উঠতে শুরু করেছে।

 নামী সংস্থার কী পরিস্থিতি

নামী সংস্থার কী পরিস্থিতি

বিখ্যাত ওয়াদিয়া গ্রুপের মালিকানাধীন সংস্থা গো এয়ার। এই বিমান পরিষেবা সংস্থা , তার কর্মীদের জানিয়ে দিয়েছে ৩ মে পর্যন্ত ছুটিতে চলে যেতে সকলকে। তবে ছুটির সময়কালে সংস্থা কোনও অর্থ দেবে না । ক্রমই ধুঁকতে থাকা বিমান পরিবহন সংস্থার এই বার্তা প্রবলভাবে প্রভাব ফেলতে শুরু করেছে।

 আরও আশঙ্কা

আরও আশঙ্কা

এখানেই শেষ নয়। বিমান পরিষেবা সংস্থার যা পরিস্থিতি, তাতে এই বেতনবিহীন ছুটির মেয়াদ তারা আরও বাড়িয়ে দিতে পারে বলে জানানো হয়েছে। তবে প্রয়োজন হলে তবেই তা করা হবে বলে জানানো হয়েছে।

 সংস্থা বেতনের বিষয়ে কী জানিয়েছে?

সংস্থা বেতনের বিষয়ে কী জানিয়েছে?

এই নামী বিমান পরিষেবা সংস্থা সাফ জানিয়েছে , তারা ৪ ঠা মে থেকে বিমান পরিবহনের ক্ষেত্রে আশাবাদী। এদিকে, গো এয়ারের ৫৫০০ কর্মীর মধ্যে ১০ শতাংশ এমন কর্মী রয়েছেন যাঁরা সংস্থার অত্যাবশ্যকীয় পরিষেবায় নিযুক্ত। তাঁদের বেতনের একাংশ দিয়ে আপাতত কর্মপ্রক্রিয়া চালু রাখার চেষ্টা করছে সংস্থা।

কেরলের থেকে শিক্ষা, করোনা পরীক্ষা নিয়ে নতুন পথে রাজ্যকেরলের থেকে শিক্ষা, করোনা পরীক্ষা নিয়ে নতুন পথে রাজ্য

English summary
Covid 19 in India Lockdown, GoAir Asks Employees to go on Leave Without Pay Till May 3
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X