For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সর্দি–কাশি, নিঃশ্বাসের শব্দ শুনেই সনাক্ত হবে করোনা আক্রান্ত, আইআইএসসি তৈরি করছে এমনই টুল

সর্দি–কাশি, নিঃশ্বাসের শব্দ শুনেই সনাক্ত হবে করোনা আক্রান্ত, আইআইএসসি তৈরি করছে এমনই টুল

Google Oneindia Bengali News

করোনা ভাইরাস বা কোভিড–১৯ আসলে কি, কেমনই বা এর চরিত্র, তা নিয়ে গোটা বিশ্বজুড়ে চলছে গবেষণা। বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের (‌আইআইএসসি)‌ গবেষকদের দল নিঃশ্বাস–প্রশ্বাস, কাশি এবং কথা বলার শব্দের উপর ভিত্তি করে কোভিড–১৯ নির্ণয়ের একটি টুল নিয়ে কাজ করছেন।

তৈরি হচ্ছে ‘‌কসওয়ারা’‌

তৈরি হচ্ছে ‘‌কসওয়ারা’‌

ইজরায়েলি স্টার্ট-আপ দেশের প্রতিরক্ষা মন্ত্রকের সহায়তায় ভোকালিস হেল্‌থ নামে এরকমই একটি অ্যাপ তৈরি করেছে। সেরকমই এই সরঞ্জামটি, একবার যাচাই হওয়ার পর এটি স্বাস্থ্যসেবা পেশার সঙ্গে যুক্ত মানুষদের ঝুঁকি কম করে পরীক্ষা দ্রুত ফল দেবে। আটজন গবেষকের এই দল তাঁদের স্পিচ ও সাউন্ডের ওপর তৈরি হওয়া এই ডায়গনোস্টিকের নাম দিয়েছে ‘‌কসওয়ারা'‌। শব্দের ধ্বনিবিজ্ঞান ও রোগের বায়োমার্কারদের পরিমাণ নির্ধারণ করে তা সনাক্ত করা এই ডায়গনোস্টিকের মূল লক্ষ্য।

গলার আওয়াজের ওপর পরীক্ষা করা হবে কোভিড–১৯–এর

গলার আওয়াজের ওপর পরীক্ষা করা হবে কোভিড–১৯–এর

এই গবেষণা দলের এক সদস্য বলেন, ‘‌প্রস্তাবিত এই প্রকল্পের লক্ষ্য হল শ্বাস-প্রশ্বাসের সমস্যা সহ এই রোগের প্রধান উপসর্গগুলিকে শব্দের মাধ্যমে সনাক্ত করে এই রোগের বায়োমার্কারের পরিমাণ নির্ধারণ করা।'‌ তিনি আরও বলেন, ‘‌এই প্রকল্পের জন্য প্রয়োজন নিঃশ্বাসের রেকর্ডিং শব্দ, সর্দি-কাশির শব্দ, স্বরধ্বনির উচ্চারণ ও সংখ্যা গণনা। পুরো বিষয়টি রেকর্ডিং করতে পাঁচ মিনিটের সময় দেওয়া হবে।'‌ এছাড়াও এই রেকর্ডিং ছাড়া এই টুলটি রেকর্ড করবে রোগীর স্বাস্থ্যের অবস্থা সহ তার বয়স, লিঙ্গ ও জায়গা। তবে কোনও ব্যক্তিগত তথ্য চাওয়া হবে না। সংগৃহীত অডিও ডেটাসেট বিশ্বব্যাপী গবেষকদের কাছে সিগন্যাল প্রসেসিং এবং মেশিন লার্নিং পদ্ধতিগুলি ব্যবহার করে একটি সম্ভাব্য ডায়াগনোস্টিক সরঞ্জাম বিকাশের জন্য প্রকাশ করা হবে।

অনুমোদনের অপেক্ষায় এই টুলটি

অনুমোদনের অপেক্ষায় এই টুলটি

এই প্রকল্পটি এখন ডেটা সংগ্রহের স্তরে রয়েছে এবং সম্ভাব্য ডায়াগনোস্টিক সরঞ্জাম হিসাবে সম্পূর্ণ অনুমোদন পাওয়ার আগে পরীক্ষামূলক বৈধতার মধ্য দিয়ে যাবে। গবেষকের দল জানিয়েছেন যে খুবই সহজ-সরল ও ব্যয়বহুল পদ্ধতি প্রয়োগ করে এই মহামারি রোগের পরীক্ষা করার সরঞ্জাম তৈরি করা হয়েছে। যা অত্যন্ত কাজের।

ভুয়ো খবর, গুজব ছড়ালে হতে পারে হাজতবাস, সতর্ক করল স্বরাষ্ট্রমন্ত্রকভুয়ো খবর, গুজব ছড়ালে হতে পারে হাজতবাস, সতর্ক করল স্বরাষ্ট্রমন্ত্রক

English summary
Israeli start-up called Vocalis Health, backed by the country’s defence ministry, has already been developing an app with the same concept.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X