For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আতঙ্ক বাড়াচ্ছে করোনার চোখ রাঙানি, নতুন করে আক্রান্ত ২৪৮৭ জন, উদ্বিগ্ন কেন্দ্র

দেশজুড়ে করোনা ভাইরাসের প্রকোপ ফের দেখা দিতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২ হাজার ৪৮৭ জন। তবে তা শনিবারের তুলনায় সংক্রমণ কিছুটা কমেছে।

Google Oneindia Bengali News

দেশজুড়ে করোনা ভাইরাসের প্রকোপ ফের দেখা দিতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২ হাজার ৪৮৭ জন। তবে তা শনিবারের তুলনায় সংক্রমণ কিছুটা কমেছে। শনিবার দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছিলেন ২ হাজার ৮৫৮ জন। কিছুদিন আগে এই দৈনিক করোনা সংখ্যা ৩ হাজার পেরিয়ে গেলেও এখন সেটা ২ হাজারে এসে নেমেছে।

আতঙ্ক বাড়াচ্ছে করোনার চোখ রাঙানি

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। এই নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫২৪২১৪। অন্যদিকে দেশজুড়ে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ১৭৬৯২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮৭৮ জন। দেশে এই নিয়ে করোনায় সুস্থতার সংখ্যা ৪২৫৭৯৬৯৩ জন। অন্যদিকে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪.‌৩১ কোটি। তবে করোনা ভাইরাসকে জব্দ করতে চলছে টিকাকরণের কাজও। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে টিকাকরণ হয়েছে ১৫,৫৮,১১৯টি। এই নিয়ে দেশে মোট করোনা টিকাকরণের সংখ্যা পৌঁছেছে ১,৯১,৩২,৯৪,৮৬৪–এ।

এখনও চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, শেষ ৪ দিনে দৈনিক আক্রান্তের সংখ্যা ২ হাজারের উপরই রয়েছে। প্রতিদিন রাজ্যেও নতুন করে করোনায় সংক্রমিত হচ্ছেন অনেকে। এদিন কোভিড ছড়িয়েছে জোকা আইআইএমেও। গত ৫ দিনে সংক্রমিত হয়েছেন ২৮ জন পড়ুয়া। জোকা আইআইএম সূত্রে খবর সংক্রমিতরা প্রত্যেকেই একই বর্ষের পড়ুয়া। ইতিমধ্য ৫৮ জন পড়ুয়াকে আইসোলেশনে পাঠানো হয়েছে বলে খবর। তাঁদের উপর কড়া নজরদারি চালানো হচ্ছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে হু হু করে সংক্রমণ বাড়তে থাকায় ওই বর্ষের পঠন পাঠন পুরোপুরি বন্ধ করা হয়েছে।

বর্তমানে রাজ্যের কোভিড-বিধি অনেকটাই শিথিল করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, কড়াকড়ি কমে যাওয়ায়, ঢিলেমি দিচ্ছেন বহু মানুষ। অনেকেই মাস্ক পরছেন না, মানছেন না সামাজিক দুরত্ব বজায় রাখার নিয়মও। তার ওপর ওমিক্রন ভ্যারিয়েন্টের ফলে দেশে ফের করোনা সংক্রমণ দেখা দিতে শুরু করেছে। বাংলা সহ বেশ কিছু রাজ্যেই করোনা কেস ফের দেখা দেওয়ায় কেন্দ্রের নজরদারি শুরু হয়েছে সেই সব রাজ্যে।

English summary
In the last 24 hours, fresh 2487 people have been infected with the coronavirus in India.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X