For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুরুতর করোনা আক্রান্তদের দেহে কোন জটিলতা দেখা দিতে পারে! গবেষণায় ভয়ঙ্কর তথ্য

গুরুতর করোনা আক্রান্তদের দেহে কোন জটিলতা দেখা দিতে পারে! গবেষণায় ভয়ঙ্কর তথ্য

  • |
Google Oneindia Bengali News

করোনা আক্রান্ত গুরুতর অসুস্থদের শরীরে বড় ধরনের জটিলতার আভাস উঠে আসছে নয়া গবেষণায়। গবেষকদের দাবি,যাঁরা প্রবলভাবে করোনায় আক্রান্ত, তাঁদের শারীরিক পরিস্থিতি মুহূর্তে খারাপ হতে বেশি সময় লাগবে না, এমনকি হৃদরোগের জটিলতাও বাড়তে পারে।

 কী বলা হচ্ছে গবেষণায়?

কী বলা হচ্ছে গবেষণায়?

করোনার মারণ দংশন কার্যত সমস্ত রকমের দিক দিয়ে নাস্তানাবুদ করছে সভ্যতাকে। এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় একটি সাম্প্রতিক গবেষণার রিপোর্ট বলছে, করোনায় গুরুতর অসুস্থদের বাকিদের তুলনায় ১০ গুণ বেশি হৃরোগের সম্ভবনা থাকে।

 হৃদপিণ্ডের কম্পন ও করোনা

হৃদপিণ্ডের কম্পন ও করোনা

করোনায় আক্রান্ত গুরুতর রোগীদের হৃদপিণ্ডের কম্পনের সমতা হারানোর প্রবণতা থাকে। যার জেরে হৃদরোগে আক্রান্ত হওয়ার মতো বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।

 শরীরের ভিতরে করোনা প্রবেশ করলেই..!

শরীরের ভিতরে করোনা প্রবেশ করলেই..!

বলা হচ্ছে, শরীরের ভিতরে করোনার গ্রাস প্রবেশ করলেই কীভাবে কোন অংশকে বিকল করে দিতে পারে, তা এখনও পর্যন্ত চিকিৎসাবিজ্ঞান সহজে ঠাওরাতে পারেনি। অত্যন্ত জটিল কিছু পরিস্থিতি করোনার জেরে শরীরে দানা বাঁধছে বলে দাবি করা হচ্ছে।

 কাদের ক্ষেত্রে হৃদরোগের প্রবণতা বাড়ছে?

কাদের ক্ষেত্রে হৃদরোগের প্রবণতা বাড়ছে?

গবেষণায় দেখা গিয়েছে, করোনার জেরে যাঁরা আইসিইউতে ভর্তি তাঁরা বেশি করে হৃদরোগের প্রবণতার মধ্যে রয়েছেন। অন্যদিকে, যাঁরা হাসপাতালে করোনায় অল্পভাবে আক্রান্ত, তাঁদের হৃদরোগের প্রবণতা কম।

চাপের মুখে মাথা নোয়াল চিন, গালওয়ান ভ্যালিতে পিছু হঠছে লালফৌজ, নৈতিক জয় ভারতেরচাপের মুখে মাথা নোয়াল চিন, গালওয়ান ভ্যালিতে পিছু হঠছে লালফৌজ, নৈতিক জয় ভারতের

English summary
Covid 19 critically Ill patients can have 10 times more heart rythm disorder
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X