ইজরায়েলি হানায় গাজায় আহত ধর্মেন্দ্র, মৃত্যু অমিতাভের?

গাজার একটি টেলিভশনে লাইভ খবর দেখাতে গিয়ে শোলের সেই বিখ্যাত জয়-বীরুর দৃশ্যকে ইজরায়েলি হানায় গুরুতর আহত ২ বলে দেখানো হয়েছে। দৃশ্যটির নীচে আলজাজিরার লোগো দিয়ে লেখা রয়েছে, 'ইজরায়েলের হানায় গুরুতর জখমদের আরও কিছু ভয়াবহ দৃশ্য'।
<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Funniest rumours about Al Jazeera <a href="http://t.co/9uB31JX6M8">http://t.co/9uB31JX6M8</a></p>— Al Jazeera PR (@AlJazeera) <a href="https://twitter.com/AlJazeera/status/508895949641768960">September 8, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>রবিবারদিন আলজাজিরা-র জন সংযোগ দল এই দৃশ্যটির একটি স্ক্রিনশট তুলে টুইট করে একে মিথ্যা ও মনগড়া বলে ব্যাখ্যা করেছেন। একইসঙ্গে জানিয়েছে, এই উদ্ভট কাণ্ডের জন্য আমরা শুধুমাত্র হাসতে পারি। তাদের অন্তত লোগোটা সঠিক লাগানো উচিত ছিল।
<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>We have enjoyed the fabricated <a href="https://twitter.com/hashtag/Bollywood?src=hash">#Bollywood</a> picture depicting our Gaza coverage but sadly <a href="https://twitter.com/SrBachchan">@SrBachchan</a> does not work for <a href="https://twitter.com/AlJazeera">@AlJazeera</a></p>— Al Jazeera PR (@AlJazeera) <a href="https://twitter.com/AlJazeera/status/508553603309899776">September 7, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এদিকে এই ছবিটি টুইটারে অনেকেই শেয়ার করেছেন। এই ছবিটিকে সবচেয়ে বাজে মানের হলুদ সাংবাদিকতা বলে ব্যাখ্যা করা হয়েছে। এই ভিডিওটি নিয়ে মন্তব্য করেছেন বিজেপি নেতা সুব্রহ্মনিয়ম স্বামী। তিনি বলেন, আমার দেখা সবচেয়ে খারাপ হলুদ সাংবাদিকতার নিদর্শন এটি। আলজাজিরার সংবাদ চ্যালেন বলিউডের ছবি শোলের ক্লিপিং দেখাচ্ছে ইজরায়েলি হানায় গাজাবাসীর মৃত্যু বলে।