For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সরকারকেও কিনতে হবে মোটা টাকা দিয়ে, কোভ্যাক্সিনের দাম নিয়ে ভারত বায়োটেকের ইঙ্গিতপূর্ণ বার্তা

সরকারকেও কিনতে হবে মোটা টাকা দিয়ে, কোভ্যাক্সিনের দাম নিয়ে ভারত বায়োটেকের ইঙ্গিতপূর্ণ বার্তা

Google Oneindia Bengali News

বেসরকারি ক্ষেত্রে যো ভ্যাক্সিনগুলি দেওয়া হচ্ছে তার মধ্যে কোভ্যাক্সিনের দাম সবচেয়ে বেশি। প্রায় দেড় হাজার টাকা দাম কোভ্যাক্সিনের। সেজায়গায় বেসরকারি ক্ষেত্রে আটশো থেকে ৯০০ টাকার মধ্যেই হয়ে যাচ্ছে অন্য করোনা ভ্যাকসিন। কেন্দ্রের ক্ষেত্রে দাম অবশ্য আলাদা। ১৫০ টাকা করে কোভ্যাক্সিন কেনে কেন্দ্র কিন্তু সেই দাব আর বেশিদিন এক থাকবে না। এক কথায় সরকারকেও বেশি দাম দিয়ে কোভ্যাক্সিন কিনতে হবে এমনই ইঙ্গিত দিয়েছে ভারত বায়োটেক।

দামি কোভ্যাক্সিন

দামি কোভ্যাক্সিন

দেশে এখনও পর্যন্ত যতগুলি করোনা ভ্যাক্সিন দেওয়া হচ্ছে তার মধ্যে সবচেয়ে দাবি কোভ্যাক্সিন। প্রায় দেড় হাজার টাকা করে বেসরকারি ক্ষেত্রে বিক্রি হয় কোভ্যাক্সিন। অর্থাৎ বেসরকারি হাসপাতালে কোভ্যাক্সিন নিতে গেলে ১৪১০ টাকা করে দিতে হয়। কেন্দ্র নিজেই সেই দাম বেঁধে দিয়েছে। অন্যদিকে কোভিশিল্ডের দাম ৭৮০ টাকা। স্পুটনিক-ভিয়ের দামও কোভ্যাক্সিনের থেকে কম ৯০০ থেকে হাজার টাকার মধ্যে।

সরকারি দাম কম

সরকারি দাম কম

বেসরকারি ক্ষেত্রে কোভ্যাক্সিন দামি হলেও সরকারকে ১৫০ টাকা দরে বিক্রি করে ভারত বায়োটেক। কিন্তু এই দাম আর বেশিদিন এক থাকবে না বলে জানানো হয়েছে। এই দাম বাড়তে পারে বলে জানানো হয়েছে। ভারত বায়োটেকের পক্ষ থেকে জানানো হয়েছে উৎপাদন খরচ বাড়ছে তাই সরকারকেও ১৫০ টাকা দরে কোভ্যাক্সিন বেশিদিন বিক্রি করতে পারবে না।

করোনা টিকার দাম বিতর্কত

করোনা টিকার দাম বিতর্কত

করোনা টিকার দাম নিয়ে শীর্ষ আদালতে ভর্ৎসনা শুনতে হয়েছে কেন্দ্রকে। কেন রাজ্যের সঙ্গে পৃথক দাম কেন্দ্রের তাই নিয়ে কারণ দেখাতে বলা হয়েছিল। কেন্দ্র এক দামে ভ্যাকসিন কিনছে। রাজ্যগুলিকে তার থেকে বেশি দামে কেন ভ্যাকসিন কিনতে হবে এই নিয়ে সওয়াল করেছিল শীর্ষ আদালত। কেন্দ্রের ভ্যাকসিন নীতির বিস্তারিত তথ্য চেয়ে পাঠানো হয় কেন্দ্রের কাছে।

ফ্রি ভ্যাকসিন

ফ্রি ভ্যাকসিন

করোনা টিকা নিয়ে দীর্ঘ সমালোচনার পর শেষে ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের বিনামূল্যে করোনা টিকা দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র। কিন্তু তারপরেই ধীর গতিতে হচ্ছে করোনার টিকা করণ। রাজ্যগুলির কাছে পর্যাপ্ত টিকা যাচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে।

English summary
Covaxin price is higher than any other corona vaccine government price may increased say Bharat Biotech
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X