For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাম রহিম এক বুনো পশু, বিচারক আর কী বলেছেন ডেরা সাচ্চা সওদা প্রধানকে

ধর্ষক রাম রহিমকে বন্য় পশুর সঙ্গেই তুলনা করলেন সিবিআই আদালতের বিচারক, তাঁর প্রতি কোনও দয়া- দাক্ষিণ্য দেখানো যায় না বলেও জানিয়েছেন বিচারক ।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

গুরমিত রাম রহিম সিং ক্ষমার যোগ্য নন, তিনি দুই সাধ্বীর পবিত্রতা নষ্ট করেছেন এবং বন্য পশুর মত আচরণ করেছেন। সোমবার রোহতক জেলে ধর্ষক বাবার ক্ষমা চাওয়ার প্রেক্ষিতে এমনই বললেন বিচারক জগদীপ সিং। দুই নির্যাতিতাই তাঁকে ঈশ্বরের আসনে বসিয়েছিলেন এবং তিনি বিশ্বাসভঙ্গ করেছেন।

রাম রহিম এক বুনো পশু, বিচারক আর কী বলেছেন ডেরা সাচ্চা সওদা প্রধানকে

বিচারক বলেন, এক কথায় বলতে গেলে গুরমিত রাম রহিম সিংয়ের মধ্যে মানবিকতা ও দয়া মায়া কিছুই নেই। ফলে তিনি নিজেও দয়া বা ক্ষমা পাওয়ার যোগ্য নন। রাম রহিমকে কড়া ভাষায় তিনি বলেন, যেভাবে তিনি তাঁর ভক্তদের ওপর নির্যাতন চালিয়েছেন ও তাঁদের প্রাণনাশের হুমকি দিয়েছেন তাতে আদালত তাঁর প্রতি কোনওভাবেই সংবেদনশীল হতে পারে না।

এখানেই থেমে থাকেননি বিচারক জগদীপ সিং। তিনি বলেন, এদেশে ধর্ম, আধ্যাত্মিক চিন্তাভাবনা, সমাজ ও সংস্কৃতির অংশ। রাম রহিমের মত একজন মানুষ যে একজন ধর্মীয় সংগঠনের প্রধান তাঁর কাজ দেশের সংস্কৃতির প্রতি মানুষের বিশ্বাসকে খান খান করে দিয়েছে। এরপরই তিনি রামরহিমকে ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে জেল কর্তৃপক্ষকেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, রাম রহিমকে কোনও বাড়তি সুযোগ সুবিধে দেওয়া হবে না। তাঁকে জেলের পোষাকই পরতে হবে এবং জেলের খাবারই খেতে হবে।

এই ঘোষণা শুনেই ফুঁপিয়ে ওঠেন রাম রহিম। তিনি একটু দয়ার আবেদন জানাতে থাকেন। এরপর তিনি বলেন, তিনি অসুস্থ, এই অবস্থায় কিছু হলে তার দায় রাজ্য সরকারকে নিতে হবে। এরপরই তাঁর শারীরিক পরীক্ষার নির্দেশ দেওয়া হয়। তাতে অবশ্য কোনও অসুস্থতার লক্ষণ পাওয়া যায়নি।

[আরও পড়ুন: রাম রহিমের সাজা ঘোষণার পরে প্রথম প্রতিক্রিয়ায় সাংবাদিক রামচন্দ্রের পুত্র অনশূল যা জানালেন ][আরও পড়ুন: রাম রহিমের সাজা ঘোষণার পরে প্রথম প্রতিক্রিয়ায় সাংবাদিক রামচন্দ্রের পুত্র অনশূল যা জানালেন ]

English summary
Makeshift CBI Court in Rohtak Jail terms Ram Rahim a wild beast who deserve no mercy.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X