For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোভিশিল্ড নামের স্বত্ব মামলায় সিরামকে রেহাই দিল আদালত, আবেদন খারিজ কিউটিস–বায়োটেকের

কোভিশিল্ড নামের স্বত্ব মামলায় সিরামকে রেহাই দিল আদালত, আবেদন খারিজ কিউটিস–বায়োটেকের

Google Oneindia Bengali News

নামের স্বত্ব বা ট্রেডমার্কের মামলায় স্বস্তি মিলল সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার। শনিবার পুনের দায়রা আদালত সিরামের বিরুদ্ধে ওঠা ট্রেডমার্ক বিধি লঙ্ঘনের আবেদন খারিজ করে দিয়েছে। মহারাষ্ট্রের কিউটিস–বায়োটেক ফার্মা সংস্থার দাবি, কোভিশিল্ড নামটা তাদের। এই নিয়ে সোমবার তারা আদালতের দ্বারস্থ হয় সিরামের বিরুদ্ধে।

কোভিশিল্ড নামের স্বত্ব মামলায় সিরামকে রেহাই দিল আদালত, আবেদন খারিজ কিউটিস–বায়োটেকের

এই মাসের প্রথমে ফার্মা পণ্য প্রস্তুতকারক ও বিক্রেতা মহারাষ্ট্রের সংস্থা কিউটিস–বায়োটেক কোভিড–১৯ ভ্যাকসিনের কোভিশিল্ড বা এই জাতীয় নামের ব্যবহারে এসআইআইয়ের ওপর নিষেধাজ্ঞা বসানোর দাবি জানিয়ে পুনের দায়রা আদালতে আবেদন করে। ওই আবেদনে দাবি করা হয় কোভিশিল্ড অনেক আগে থেকেই তারা তাদের ব্র‌্যান্ডে ব্যবহার করছে। এরপরই সিরাম তাদের পক্ষ থেকে আদালতকে জবাবে জানিয়েছেন যে উভয় সংস্থা ভিন্ন ভিন্ন পণ্যের বিভাগ পরিচালনা করে এবং নামের স্বত্ব বা ট্রেডমার্ক নিয়ে কোনও ধন্দ তৈরি হওয়ার কোনও জায়গা নেই। আইনজীবী হিতেশ জৈন জানিয়েছেন যে বিচারক এভি রোটে কিউটিস–বায়োটেকের আবেদন খারিজ করে দিয়েছেন।

আবেদন খারিজ করার পর আদালত এও দেখে যে কিউটিস–বায়োটেকের আবেদনে অনেক গলদ রয়েছে এবং তারা আদালতের কাছে অনেক তথ্য গোপন করেছে। অন্যদিকে, সিরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা শনিবার জানিয়েছেন তাঁর সংস্থা আরও একটি কোভিড–১৯ ভ্যাকসিনের ট্রায়াল শুরু করবে খুব শীঘ্রই এবং তা ২০২১ সালের জুন মাসের মধ্যে উপলব্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ব্রিটিশ–সুইডিশ সংস্থা অ্যাস্ট্রাজেনেকার সহযোগিতায় ভারতে করোনার প্রতিষেধক কোভিশিল্ড এনেছে সিরাম ইনস্টিটিউট।

অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ, বাড়িতে বিশ্রামে থাকার নির্দেশ চিকিৎসকদেরঅবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ, বাড়িতে বিশ্রামে থাকার নির্দেশ চিকিৎসকদের

English summary
Court rejects cuties-biotech's application in Covishild trademark case against Serum Institute
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X