
লখিমপুর খেরি কাণ্ডে চাপ বাড়ল অজয় মিশ্রের, ছেলের জামিনের আর্জি খারিজ
লখিমপুর খেরির ঘটনায় অভিযুক্ত মন্তীপুত্র আশিস মিশ্রের জামিনের আর্জি খারিজ করে দিল আদালত। এই নিয়ে দ্বিতীয়বার জামিনের আবেদন জানিয়েছিলেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য লখিমপুর খেরি গাড়িতে পিষে ৮ জনকে হত্যার অভিযোগ রয়েছে আশিস িমশ্রের বিরুদ্ধে। শুক্রবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাঁর জামিনের আর্জি খারিজ করে দেয়।

লখিমপুর খেরির ঘটনার তদন্তে ইতিমধ্যেই সিট গঠন করেছে যোগী সরকার। কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রের গ্রেফতারে পর কোন পছে এগোচ্ছে তদন্ত এই নিয়ে সংসদে সরব হয়েছেন বিরোধী দলের নেতারা। তারা তদন্তের গতি প্রকৃতি সংসদে পেশের দাবি জানিয়েছে। লখিমপুর খেরির ঘটনা নিয়ে গত ২ দিন ধরে উত্তাল ছিল সংসদের দুই কক্ষ। এই ঘটনায় ইতিমধ্যেই আশিস মিশ্র সহ ১২ জনের বিরুদ্ধে খুনের মামলার ধারায় মামলা দায়ের করা হয়েছে।
যদিও যোগীর পুলিশ প্রথমে মন্ত্রী পুত্রকে গ্রেফতার করেনি। এই নিয়ে শীর্ষ আদালতে ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল যোগীর পুলিশকে। তারপরে আশিস মিশ্রকে জেরার জন্য নোটিস পাঠায় পুলিশ। এবং বারবা জেরায় আশিস মিশ্র দাবি করেছেন ঘটনার দিন তিনি গাড়িচালাচ্ছিলেন না। এমনকী কেন্দ্রীয় মন্ত্রী নিজেও দাবি করেছেন সেদিন তাঁর ছেলে গাড়ি চালাচ্ছিলেন না। চালকের আসনে অন্য কেউ ছিল। কংগ্রেস এই ঘটনাকে পূর্ব পরিকল্পিত বলে দাবি করেছে। পুরোটাই ষড়যন্ত্রকে পিষে হত্যা করা হয়েছে কৃষকদের।
এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের পদত্যাগ দাবি করেছেন কংগ্রেস নেতারা। এই নিয়ে গতকাল উত্তাল হয়েছিল লোকসভা অধিবেশন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন অজয় মিশ্র একজন ক্রিমিনাল।তাঁকে মন্ত্রিসভা থেকে ছেঁটে ফেলা উচিত। যদিও সূত্রের খবর বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে ছেলের সাজা বাবা কেন পাবে। মোদী মন্ত্রিসভা থেকে অজয় মশ্রকে বাদ দেওয়ার পক্ষপাতি নন তাঁরা। অন্যগিকে আবার দিল্লিতে উত্তর প্রদেশের সাংসদদের নিয়ে যে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই বৈঠকে উপস্থিত ছিলেন না অজয় মিশ্র।
এদিকে আবার অজয় মিশ্রে ছেলেকে নিয়ে প্রশ্ন করায় মেজাজ হারিয়ে ফেলেছিলেন। লখিমপুরে এক প্রকল্পের উদ্বোধনে সাংবাদিররা তাণর ছেলের বিষয়ে প্রশ্ন করতে সাংবাদিকদের ধাক্কা দিয়ে ফেলে দেন বলে অভিযোগ উঠেছে অজয় মিশ্রের বিরুদ্ধে। একের পর এক চাপ বাড়িয়ে চলেছেন অজয় মিশ্র। কৃষি আইন প্রত্যাহার করে মাস্টার স্ট্রোক দিলেও উত্তর প্রদেশ বিধানসভা ভোটে বিেজপির কাঁটা হয়ে উঠছে লখিমপুর খেরির ঘটনা। তার থেকেও বেশি সংকট বাড়াচ্ছে অজয় মিশ্রের যোগ। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সরাসরি জড়িয়ে গিয়েছেন লখিমপুর খেরির ঘটনায়। তাতে বিজেপির উপর চাপ বেড়েছে। এই নিয়ে আবার যোগী সরকারের পদক্ষেপে প্রকাশ্যে মুখ খুলেছেন বিজেপি সাংসদ বরুণ গান্ধী।