For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিংসায় মৃতদের ময়নাতদন্তের ছবি ও ভিডিও তোলার নির্দেশ পুলিসকে

দিল্লি হিংসায় মৃতদের ময়নাতদন্তের ছবি ও ভিডিও তোলার নির্দেশ দিল আদালত।

Google Oneindia Bengali News

দিল্লি হিংসায় মৃতদের ময়নাতদন্তের ছবি ও ভিডিও তোলার নির্দেশ দিল আদালত। যে হাসপাতালে ময়নাতন্ত করা হচ্ছে সেই হাসপাতালকেও ছবি ও ভিডিও তোলার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার দিল্লি হাইকোর্ট এই নির্দেশিকার জারি করেছে। হিংসায় মৃত এক যুবকের পরিবার ময়নাতদন্তে গাফিলতির অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছিল। তার প্রেক্ষিতেই এই নির্দেশ বলে জানা গিয়েছে।

ময়নাতদন্তের ছবি ও ভিডিও করার নির্দেশ

ময়নাতদন্তের ছবি ও ভিডিও করার নির্দেশ

ময়নাতদন্তে অনিয়মের অভিযোগ করেছিলেন হিংসায় মৃত এক যুবকের পরিবার। তাঁদের অভিযোগ ছিল পুলিস ছাড়ার পরেই ওই যুবকের মৃত্যু হয়। তাঁর ময়নাতদন্তের রিপোর্ট সঠিক ভাবে দেওয়া হয়নি বলে আদালতে অভিযোগ করেছিল পরিবারের লোকেরা। তারপরেই দিল্লি হাইকোর্ট ময়নাতদন্তের ছবি ও ভিডিও তোলার নির্দেশ দেয় পুলিস ও হাসপাতালকে। ময়নাতদন্তের দেরির অভিযোগ তুলেছেন একাধিক মৃতের পরিবার। যার কারণে তাঁরা প্রিয়জনের দেহ পাচ্ছেন না।

 মৃতের সংখ্যা বাড়ল

মৃতের সংখ্যা বাড়ল

গত কয়েকদিনে দিল্লি হিংসায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৬। গতকাল গোকুলপুরীতে আরও তিন জনের দেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের পরিচয় এখনও জানা যায়নি। পুরসভার কর্মীরা রাস্তা সাফাইয়ের সময় ধ্বংসস্তুপের মধ্যে দেহ গুলি পড়ে থাকতে দেখে। সেগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

 আপাতত শান্ত দিল্লি

আপাতত শান্ত দিল্লি

আপাতত শান্তি ফিরেছে দিল্লিতে। তবে হিংসা বিধ্বস্ত এলাকা স্বাভাবিক হতে এখনও সময় লাগবে বেশ কিছুদিন। প্রায় ২৫০০০ কোটি টাকার ক্ষতি হয়েছে হিংসায়। এই ক্ষতিগ্রস্ত সম্পত্তি হিংসাকারীদের কাছ থেকে উদ্ধার করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি পুলিস। এদিকে আজ হিংসা বিধ্বস্ত এলাকায় দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা হওয়ার কথা।

English summary
Court instruct police to take Photo and Vedio of post portem who died in violence
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X