পাঁচ দিনের হেফাজতে চিদাম্বরম, সিবিআইয়ের দাবি মানল আদালত
শেষ অবধি দীর্ঘ সওয়াল জবা শেষে সিবিআইয়ের দাবি মানল বিশেষ আদালত। আইএনএক্স মামলায় প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমের পাঁচদিনের সিবিআই হেফাজত দেওয়া হল। অর্থাৎ আগামী ২৬ তারিখ পর্যন্ত চিদাম্বরমকে সিবিআই হেফাজতে থেকে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে।

বুধবার সারাদিন নাটকের পর রাতের দিকে সিবিআই পি চিদাম্বরমকে গ্রেফতার করে। তাঁকে নয়াদিল্লিকে সিবিআই হেফাজতে রাখা হয়। প্রায় ২৫ ঘণ্টার বেশি চিদাম্বরমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশও জারি করা হয়েছিল। পরে পাঁচিল টপকে দিল্লির বাড়িতে ঢুকে চিদাম্বরমকে তুলে নিয়ে যায় সিবিআই।
আদালতে সিবিআই জানায়, চিদাম্বরমের কাছে দুর্নীতি সংক্রান্ত একাধিক তথ্য রয়েছে। তিনি কেন্দ্রে অর্থমন্ত্রী থাকাকালীন নানা দুর্নীতির ঘটনায় তাঁকে জেরা করা প্রয়োজন। এবং তিনি এখনও পর্যন্ত তদন্তে সহযোগিতা করেননি। ফলে হেফাজতে নিয়েই জেরা করা প্রয়োজন। আইএনএক্স মিডিয়া দুর্নীতির সূত্র উদ্ধারেই চিদাম্বরমকে জেরা করা প্রয়োজন বলে আদালতে সিবিআইয়ের আইনজীবী জানিয়েছেন।