For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চন্দ্রগ্রহণের দিন দুধের শিশুকে 'বলিদান', চাঞ্চল্যকর ঘটনার কিনারা পেল পুলিশ

'সুপার ব্লাড মুন ' নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে একরাশ কৌতূহল ছিল মানুষের মে। এদেশেও সে নিয়ে উৎসাহ উত্তেজনা ছিল দেখার মতো গত ৩১ জানুয়ারির সেই মহাজাগতিক ঘটনা নিয়ে উৎসাহিত চিল গবেষণা বিজ্ঞানও।

  • |
Google Oneindia Bengali News

'সুপার ব্লাড মুন ' নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে একরাশ কৌতূহল ছিল মানুষের মে। এদেশেও সে নিয়ে উৎসাহ উত্তেজনা ছিল দেখার মতো গত ৩১ জানুয়ারির সেই মহাজাগতিক ঘটনা নিয়ে উৎসাহিত চিল গবেষণা বিজ্ঞানও। তবে এই উৎসাহ উত্তেজনার মধ্যেও হায়দরাবাদের এক মর্মান্তিক খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিলে, যার কিনারা করে ফেলে পুলিশ।

চন্দ্রগ্রহণের দিন দুধের শিশুকে 'বলিদান', চাঞ্চল্যকর ঘটনার কিনারা পেল পুলিশ

কুসংস্কারের বশবর্তী হয়ে হায়দরাবাদের একক্যাব ড্রাইভার ও তার স্ত্রী এক ৩ মাসের শিশু কন্যাকে হত্যা করে তার বলিদান দেয়। ব্লু ব্লাড মুন যেদিন আকাশে দেখা যায়, অর্থাৎ গত ৩১ জানুয়ারি রাতে ছোট্ট শিশুটির ধড় থেকে মাথা আলাদা করে দেয় তারা বাবা মা। তান্ত্রিকের সহায়তা নিয়ে এই কাজ করা হয়েছে বলে খবর।

পুলিশ সূত্রের দাবি, বেশ কিছুদিন ধরে সময় ভালো যাচ্ছিল না ওই ক্যাব ড্রাইভার ও তাঁর স্ত্রীর। এই সমস্যার সমাধান চাইতে তারা দ্বারস্থ হয় এক তান্ত্রিকের। আর সেই তান্ত্রিকের পরামর্শেই দুধের শিশুকে খুন করে ওই দম্পতি। ঘটনার তদন্তে নেমে বেশ কিছু সূত্র ধরে পুলিশ ওই দুজনকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, পুলিশের তদন্তের গতি বদলাতে ওই ক্যাব ড্রাইভার নিজেই ঘটনার অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ হয়। পরে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়ে, তারা জানায়, কোনও এক ফুটপাথ থেকে তারা ওই ছোট্ট শিশুকে তুলে আনে । এরপরই চলে তার নারকীয় হত্যা।

English summary
Couple behead baby as sacrifice during 'super blue blood moon', arrested.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X