For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মূত্র থেকে সার তৈরির ডাক! নবীন বিনিয়োগকারীদের 'নয়া দিশা' কেন্দ্রীয়মন্ত্রীর

মূত্র থেকে ইউরিয়া তৈরির ডাক দিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গডকরি। তাঁর অনেক প্রস্তাবই গ্রহণ করার মতো কেউ থাকে না। এবারেরপ্রস্তাবই সেরকমটাই মনে মনে করছে বিশেষজ্ঞ মহল।

  • |
Google Oneindia Bengali News

মূত্র থেকে ইউরিয়া তৈরির ডাক দিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গডকরি। তাঁর অনেক প্রস্তাবই গ্রহণ করার মতো কেউ থাকে না। এবারের প্রস্তাবই সেরকমটাই মনে মনে করছে বিশেষজ্ঞ মহল।

মূত্র থেকে সার তৈরির ডাক! নবীন বিনিয়োগকারীদের নয়া দিশা কেন্দ্রীয়মন্ত্রীর

মূত্র থেকে ইউরিয়া তৈরির ডাক। যদি তা করা যায়, তাহলে ভারতকে সার আমদানি করতে হবে না। নবীন বিনিয়োগকারীদের সামনে নিজের বক্তব্য রাখতে গিয়ে এমনটাই মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি। নাগপুর পুরসভার মেয়র ইনোভেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠানের কেন্দ্রীয় মন্ত্রী একথা বলেন।

উদ্ভাবনের গুরুত্ব সম্পর্কে কথা বলার সময় কেন্দ্রীয় মন্ত্রী কীভাবে প্রাকৃতিক বর্জ্য থেকে জৈব জ্বালানি বের করা যায়, তার উদাহরণ দেন। একইসঙ্গে তিনি বলেন, মানব প্রস্রাবও জৈব জ্বালানি তৈরির জন্য উপকারী হতে পারে। কেননা এটি অ্যামোনিয়াম সালফেট এবং নাইট্রোজেন সরবরাহ করতে পারে।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, তিনি এয়ারপোর্টগুলিতে প্রস্রাব সংরক্ষণের জন্য বলেছেন। তিনি বলেন, আমরা ইউরিয়া আমদানি করি। কিন্তু আমরা যদি সারা দেশের প্রস্রাব সংরক্ষণ করি, তাহলে আমাদের ইউরিয়া আমদানির দরকার পড়বে না। এতটাই সম্ভাবনা রয়েছে, যে কিছুই অপচয় হবে না এতে। মন্ত্রী বলেন, অন্য লোকেরা তার সঙ্গে সহযোগিতা করে না, কারণ তাঁর সমস্ত ধারনাই চমৎকার। নীতীন গড়করি আরও বলেন, পুর কর্পোরেশনও সাহায্য করবে না। কারণ সরকারি পর্যায়ে এখানে ওখানে না তাকিয়েই মানুষকে হাঁটতে থাকা বাছুরের মতো করে প্রশিক্ষিত করা হয়।

শুধু এবারই নয়। কয়েক বছর আগেও বিতর্ক তৈরি করেছিলেন নীতীন গডকরি। তিনি বলেছিলেন, নিজের প্রস্রাব সংরক্ষণ করার কথা। সেই সংরক্ষিত বস্তু নাকি দিল্লির সরকারি বাংলোর বাগানের সার হিসেবে ব্যবহার করা হয়েছিল।

অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি মানব চুলের বর্জ্য থেকে প্রাপ্ত অ্যামাইনো অ্যাসিডের কথা উল্লেখ করেছেন। যা কিনা সার হিসেবে ব্যবহার করা যেতে পারে। তিনি আরও বলেছেন, নাগপুর থেকে পর্যাপ্ত চুল না পাওয়ায়, প্রতিমাসে তিরুপতি থেকে পাঁচ ট্রাক চুল আনানোর ব্যবস্থা করেছেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, তাঁরা বিদেশে অ্যামাইনো অ্যাসিড বিক্রি করেন। আর দুবাই সরকারে তরফ থেকে ১৮০ কন্টেনার জৈব সারের অর্ডারও পেয়েছেন। প্রসঙ্গত পূর্তি গ্রুপের অংশীদার তিনি।

English summary
Country’s urine has so much potential, can store it & end urea import, said Nitin Gadkari
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X