For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বাধীনতা দিবসের দিন এক অনন্য উপহার পেল মুম্বইয়ের বাইকুলা চিড়িয়াখানা

গোটা দেশ যখন মত্ত ছিল ৭২ তম স্বাধীনতা দিবস পালনে তখন, মুম্বইয়ের বাইকুলা চিড়িয়াখানায় স্বাধীনতা দিবসের আনন্দের সঙ্গে মিশে গেল আরও একটি আনন্দের খবর।

  • |
Google Oneindia Bengali News

গোটা দেশ যখন মত্ত ছিল ৭২ তম স্বাধীনতা দিবস পালনে তখন, মুম্বইয়ের বাইকুলা চিড়িয়াখানায় স্বাধীনতা দিবসের আনন্দের সঙ্গে মিশে গেল আরও একটি আনন্দের খবর। বাইকুলা চিড়িয়াখানায় ১৫ অগাস্টের দিন জন্ম নিল দেশের প্রথম পেঙ্গুইন। আর ছোট্ট পেঙ্গুইনকে নিয়ে উৎসাহ আনন্দে মাতোয়ারা ছিল চিড়িয়াখানার সকলে।

স্বাধীনতা দিবসের দিন এক অনন্য উপহার পেল মুম্বইয়ের বাইকুলা চিড়িয়াখানা

২০১৬ সালে চিড়িয়াখানায় এসেছিল পেঙ্গুইন ফ্লিপার ও মিস্টার মল্ট । আর তাদেরই সন্তান এই ছোট্ট অতিথি। আপাতত বাবা মায়ের সঙ্গে সুখে বাস করলছে ছোট্ট পেঙ্গুইন। ১৫ অগাস্ট রাতে ৮.০২ নাগাদ জন্ম নেয় এই পেঙ্গুইনটি। তবে জন্মের পর থেকে আর মায়ের কাছ ছাড়া হচ্ছে না ছোট্ট পেঙ্গুইনটি। তিনমাস আপাতত মা বাবার সঙ্গে কাটাবে ছোট্ট পিঙ্গু, তারপর বাইকুলা চিড়িয়াখানায় আসবে সে।

ইতিমধ্যেই মা পেঙ্গুইনটির গর্ভবতী হওয়ার খবরের পর, বহু চিঠি আসতে থাকে চিড়িয়াখানায়। চিঠিতে ছোট্ট পেঙ্গুইনটির নাম নিয়ে কয়েকটি পরামর্শ দেওয়া হয়। উঠে আসে, কুকি, অ্যাপোলো, ভ্যানিলার মতো বেশ কিছু আদুরে নাম। উল্লেখ্য, অনেক দিন আগে সিওল চিড়িয়াখানা থেকে ডোনাল্ড, ডেইজি, পপি, মিস্টার মল্ট, অলিভ, ফ্লিপার সহ ৮ জন পেঙ্গুইনকে আনা হয় মুম্বইয়ের বাইকুলা চিড়িয়াখানায়।তাদের মধ্যে ফ্লিপার ও মিস্টার মল্টের সন্তান জন্ম নেয় গতকাল।

English summary
Country’s first penguin born on Independence Day at Byculla Zoo.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X