For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশের অর্থনীতির অবস্থা কেমন! ভোটের মধ্যেই প্রকাশ করে 'বিপদ' বাড়ালেন মোদীর অর্থনৈতিক উপদেষ্টা

ভোটের প্রচারের দেশের অর্থনৈতিক অবস্থার কথাও উঠে আসছে। বিজেপি তথা মোদী কিংবা মন্ত্রীরা দাবি করছেন, দেশের অর্থনীতি ভাল জায়গায় রয়েছে।

Google Oneindia Bengali News

ভোটের প্রচারের দেশের অর্থনৈতিক অবস্থার কথাও উঠে আসছে। বিজেপি তথা মোদী কিংবা মন্ত্রীরা দাবি করছেন, দেশের অর্থনীতি ভাল জায়গায় রয়েছে।

দেশের অর্থনীতির অবস্থা কেমন! ভোটের মধ্যেই প্রকাশ করে চাঞ্চল্য বাড়ালেন মোদীর অর্থনৈতিক উপদেষ্টা

যদিও অবস্থা যে সেরকম নয়, তা পরিষ্কার করে দিয়েছেন, মোদীর অন্যতম অর্থনৈতিক উপদেষ্টা রথীন রায়। দেশের অর্থনীতি কাঠামোগত মন্দার দিকে এগিয়ে চলেছে
বলে মন্তব্য করেছেন তিনি।

প্রধানমন্ত্রীর অন্যতম অর্থনৈতিক উপদেষ্টা রথীন রায় বলেছেন, দেশের অর্থনীতি গঠনতান্ত্রিক সংকটের মধ্যে চলছে। খুব শীঘ্রই দক্ষিণ আফ্রিকা কিংবা ব্রাজিলের মতো
পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন তিনি। রথীন রায় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক ফিনান্স অ্যান্ড পলিসির ডিরেক্টর।
সতর্কতা সম্পর্কে তিনি বলেছেন, এটা প্রাথমিক সতর্কবার্তা। ১৯৯১ থেকে দেশের অর্থনীতি রপ্তানির ওপর ভিত্তি করে গড়ে ওঠেনি। তা গড়ে উঠেছে শীর্ষে থাকা দশকোটি
মানুষ কী চাইছেন তার ওপর।

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা বলেছেন, আমরা দক্ষিণ কোরিয়া কিংবা চিন হতে পারব না। আমরা ব্রাজিল কিংবা দক্ষিণ আফ্রিকা হতে পারি। মধ্য আয়ের দেশে বহু সংখ্যক মানুষ দারিদ্রতার মধ্যে
রয়েছেন। ফলে দেশে অপরাধের সংখ্যা বাড়বে।

প্রধানমন্ত্রীর অন্যতম অর্থনৈতিক উপদেষ্টার মন্তব্য এমন একটা দিনে সামনে এল, যার একদিন আগে অর্থমন্ত্রক তাদের মার্চ মাসের অর্থনৈতিক রিপোর্টে অর্থনীতি শ্লথ হওয়ার কথা জানিয়েছে।

এর আগে সেন্ট্রাল স্ট্যাটিসটিকস অফিস ২০১৮-১৯ অর্থবর্ষের নিরিখে যে রিপোর্ট প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে বৃদ্ধির গতি ৭.২ থেকে ৭ শতাংশ হয়েছে। ৭ শতাংশ বৃদ্ধি গত ৫ বছরের মধ্যে সর্বনিম্ন।

English summary
Country's economy heading towards structural slowdown, warns Modi's economic advisor Rathin RoyHe is the member of the Prime Minister's Economic Advisory Council and Director of National Institute of Public Finance and Policy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X