For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রবল বৃষ্টির দাপটে ভিজছে ইশ্বরের দেশ, উৎসবের মরসুমে বানভাসী কেরল! জারি হলুদ সতর্কতা

প্রবল বৃষ্টির দাপটে ভিজছে ইশ্বরের দেশ, উৎসবের মরসুমে বানভাসী কেরল! জারি হলুদ সতর্কতা

  • |
Google Oneindia Bengali News

পুজোর আবহে বাংলায় খানিক মেঘলা আকাশ থাকলেও দক্ষিণে ঝড়ো ব্যাটিং অব্যাহত রয়েছে বর্ষার। ইতিমধ্যেই প্রবল বৃষ্টিতে ভাসছে কর্ণাটক। এবার কেরলের জন্যও আরও আশঙ্কার কথা শোনাচ্ছে হাওয়া অফিস। আগামী তিন থেকে চারদিন ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাসও রয়েছে বলে জানা যাচ্ছে। কোল্লাম, পাঠানমথিত্তা, কোট্টায়াম, আলাফুজা, এর্নাকুলাম এবং ইদুক্কি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিস সূত্রে খবর।

জারি হলুদ সতর্কতা

জারি হলুদ সতর্কতা

এমনকী উপোরিউক্ত শহরগুলির জন্য কমলা সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফতর। অন্যদিকে ত্রিশুর, পলক্কাদ, মালাপ্পুরাম, কোঝিকোড়, ওয়ানাদ, কান্নুর এবং কসরগোদ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর। এই জেলাগুলিতেো জারি হয়েছে হলুদ সতর্কতা। বঙ্গোপোসাগরে সৃষ্ট নতুন নিম্নচাপের কারণেই এই ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে বলে হাওয়া অফিস সূত্রে খবর।

বিদায়বেলায় চলছে দাপট

বিদায়বেলায় চলছে দাপট

এদিকে চলতি বছরে দেশে আগেভাগেই এসে পড়েছিল মৌসুমি বায়ু। এদিকে বিদায়বেলায় কেরল হয়ে প্রতিবছরই ফিরে যায় বর্ষা। সেই প্রক্রিয়া শুরু হয়েছে, আর তাতেই বৃষ্টির দাপটে ভিজছে ইশ্বরের দেশ। দিল্লির মৌসম ভবন কেরলের সাত জেলায় আগামী ২৪ ঘণ্টা কমল সতর্কতা জারি করেছে। সোমবার রাত থেকে আজ মঙ্গলবার অতি ভারী থেকে প্রবল বৃষ্টিতে ভাসছে কেরলের কিছু জেলা।

 আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টির পূর্বাভাস

এদিকে অতি বৃষ্টির জেরে বাড়ি ভেঙে এক ব্যক্তির মৃত্যু হয়েছে মলপ্পুরামে। বিভিন্ন জায়গায় জোরকদমে উদ্ধারকাজ চালাচ্ছে এনডিআরএফ। আলিফুজা, এরনাকুলাম, কোল্লাম ও কোট্টায়াম জেলায় মোতায়েন করা হয়েছে এনডিআরএফ-এর সেনাদের। অন্যদিকে দিল্লির মৌসম ভবন জানিয়েছে, তিরুবন্তপুরাম, কোল্লাম, পাঠানামিথিতা, আলাফুজা, কোট্টায়াম, এরনাকুলাম ও ইদ্দুকি জেলা ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে আগামী ২৪ ঘণ্টায়।

 খুলে দেওয়া হয়েছে নদী বাঁধ

খুলে দেওয়া হয়েছে নদী বাঁধ

এই জেলাগুলিই এখনও পর্যন্ত সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে বলে জানা যাচ্ছে। তালিমনাড়ু থেকেও এসেছে অতিরিক্ত উদ্ধারকারী দল। অন্যদিকে কোল্লাম জেলায় জলে ডুবে এক ৬৫ বছরের বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে প্রবল বর্ষয়ে জলস্তর বৃদ্ধি পেয়েছে নদী গুলিতেও। একাধিক জায়গায় খুলে দেওয়া হয়েছে নদী বাঁধ। ভেসে গিয়েছে তিরুবন্তপুরামের একাধিক গ্রাম।

প্রতীকী ছবি

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Heavy rain forecast, Kerala Yellow Warning issued by Meteorological Department
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X