For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, সিএএ নিয়ে শুনানিতে বললেন প্রধান বিচারপতি

দেশ সংকটজনক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে সিএএ নিয়ে শুনানি সম্ভব নয়। পরিস্থিতি শান্ত হলেই বিষয়টি নিয়ে শুনানি গ্রহণ করা হবে।

  • |
Google Oneindia Bengali News

দেশ সংকটজনক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে সিএএ নিয়ে শুনানি সম্ভব নয়। পরিস্থিতি শান্ত হলেই বিষয়টি নিয়ে শুনানি গ্রহণ করা হবে। এমনটাই মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদে। এদিন সুপ্রিম কোর্টে করা আবেদনে বলা হয়, নাগরিকত্ব সংশোধনী আইনকে সাংবিধানিক বলে ঘোষণা করা হোক।

দেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, সিএএ নিয়ে শুনানিতে বললেন প্রধান বিচারপতি

গত ডিসেম্বরে সংদের পাশ হওয়ার পর নতুন নাগরিকত্ব আইন তৈরি হয়। বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আগত মুসলিম বাদ দিয়ে সেদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনকে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে ওই আইনে। এই আইন পাশ হওয়ার পর থেকে দেশের বিভিন্ন জায়গায় এর বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে।

এই আইনকে এনআরসির পরিপূরক বলা হচ্ছে।

এদিন প্রধান বিচারপতি বলেন, দেশ এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। নানা বিষয়ে সমস্যা। এখন উদ্দেশ্য হওয়া উচিত কীভাবে শান্তি আনা যায়। এই পরিস্থিতি বিষয়টি নিয়ে শুনানি কোনওভাবেই সাহায্য করবে না।

ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য যেমন পশ্চিমবঙ্গ, কেরল সিদ্ধান্ত নিয়ে এই আইনকে লাগু না করতে।

আবেদনকারীর আইনজীবী বলেন, সিএএকে সাংবিধানিক বলে ঘোষণা করা হোক। যদিও এতে সন্তুষ্ট হননি প্রধান বিচারপতি। তিনি বলেন, আইনকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার আবেদন তিনি কখনও শোনেনি।

English summary
Country is going through difficult times, CJI tells on CAA petition
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X