For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশ দখল করেছে ‘তালিবান সরকার’, হরিয়ানার লাঠিচার্জের ঘটনায় বিজেপি তীব্র কটাক্ষ রাকেশ টিকাইতের

দেশ দখল করেছে ‘তালিবান সরকার’, হরিয়ানার লাঠিচার্জের ঘটনায় বিজেপি তীব্র কটাক্ষ রাকেশ টিকাইতের

  • |
Google Oneindia Bengali News

গতকালই কৃষক সংঘর্ষের জেরে উত্তাল হয়ে ওঠে হরিয়ানার করনাল জেলা। এমনকী কৃষক-পুলিশ খণ্ডযুদ্ধের উত্তাপ পৌঁছায় দিল্লির দরবারেও। পুলিশি লাঠিচার্জে আহত হন বহু কৃষক। এবার এই ইস্যুকে নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন কৃষক নেতা রাকেশ টিকাইত। তার দাবি, “তালিবানি সরকার দেশ চালাচ্ছে, তাই আজ এই করুণ পরিণতি দেশের।”

দেশ দখল করেছে ‘তালিবান সরকার’, হরিয়ানার লাঠিচার্জের ঘটনায় বিজেপি তীব্র কটাক্ষ রাকেশ টিকাইতের

প্রসঙ্গত উল্লেখ্য, হরিয়ানার কারনালে এবার আন্দোলনকারী কৃষকদের উপর আমানবিক ভাবে লাঠিচার্জের নির্দেশ দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীর সভা ঘিরেই শনিবার ওই এলাকায় নতুন করে শুরু হয় কৃষকদের বিক্ষোভ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে কারনালের মহকুমা শাসক আয়ুষ সিনহা তার সহকর্মীদের কৃষকদের মাথা ফাটিয়ে দেওয়ার নির্দেশ দিচ্ছেন। এই ভিডিও ভাইরাল হতেই নতুন করে বাড়তে থাকে উত্তেজনা।

হরিয়ানার করনালে আন্দোলনকারী কৃষকদের ওপর লাঠি চার্জের ঘটনার তীব্র সমালোচনা করলেন ভারতীয় কৃষক ইউনিয়ন্কে নেতা রাকেশ টিকাইত। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে কার্যত চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়ে তিনি বলেন, 'সরকারি তালিবান'রা দেশ দখল করে নিয়েছে, তারাই কৃষকদের মাথা ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। এই কমান্ডাররা এখনও দেশেই উপস্থিত রয়েছে।তাদের চিহ্নিত করতে হবে।

অন্যদিকে গত ৯ মাস ধরে কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধিতায় আন্দোলন করছেন দেশের কৃষকরা। দিল্লি সীমান্তের পাশাপাশি হরিয়ানা, রাজস্থান সহ একাধিক রাজ্যেই ছড়িয়েছে বিক্ষোভের আঁচ। সূত্রের খবর, শনিবার বস্তারা টোল প্লাজার কাছে পুলিশ-কৃষক খণ্ডযুদ্ধ বাঁধে। তার একদিন আগেই আবার কৃষক সংগঠনগুলি টোল প্লাজাগুলি এবং জাতীয় সড়ক অবরোধ করার ডাক দেয়। পরবর্তী শনিবার হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের সভা ঘিরেই নতুন করে ছড়ায় উত্তেজনা।

English summary
Taliban government is running the country, the BJP is targeted by farmer leader Rakesh Tikait
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X