For Quick Alerts
For Daily Alerts
বারাণসীতে নৌকোডুবি, তলিয়ে গেল ৩০ জন

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে জলবিহারে বেরিয়েছিলেন কয়েকজন। গঙ্গার মাঝখানে হঠাৎই নৌকোটি ডুবে যেতে শুরু করে। অসহায় যাত্রীরা চিৎকার করতে থাকেন। আস্তে আস্তে তলিয়ে যায় নৌকোটি। ভরা বর্ষা হওয়ায় এখন গঙ্গায় টইটম্বুর জল। আশঙ্কা করা হচ্ছে, যে ৩০ জন তলিয়ে গিয়েছেন, তাঁরা আর কেউ বেঁচে নেই। কী কারণে হঠাৎ এই দুর্ঘটনা ঘটল, তা জানা যায়নি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ সিং যাদব উদ্ধারকাজে তৎপরতা বজায় রাখতে নির্দেশ দিয়েছেন।
পুলিশের বক্তব্য, সন্ধে পর্যন্ত কোনও লাশ উদ্ধার হয়নি। যতক্ষণ না তা হবে, ততক্ষণ মৃতের সংখ্যা ঘোষণা করা হবে না। এ দিন নৌকোডুবির খবর ছড়িয়ে পড়তেই অত্যুৎসাহীরা ভিড় জমান গঙ্গার ঘাটে। ভিড় সামলাতে হিমশিম খায় পুলিশ।