For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্বাচনী হাওয়ায় তপ্ত যোগী রাজ্য, চলছে গণনা! পঞ্চায়েত ভোটে পাল্লা ভারী কার ?

নির্বাচনী হাওয়ায় তপ্ত যোগী রাজ্য, চলছে গণনা! পঞ্চায়েত ভোটে পাল্লা ভারী কার ?

  • |
Google Oneindia Bengali News

পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই গণনা চলছে উত্তরপ্রদেশ পঞ্চায়েত নির্বাচনেরও। তবে সমস্ত গণনা শেষে চূড়ান্ত ফলাফল বেরোতে দুদিনেরও বেশি সময় লেগে যেতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে করোনা আবহে মোট চার দফায় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় উত্তরপ্রদেশে। ১৫ এপ্রিল হয় প্রথম পর্বের ভোট, ১৯ এপ্রিল হয় দ্বিতীয় পর্বের ভোট, ২৬ এপ্রিল হয় তৃতীয় পর্ব এবং শেষ পর্বের ভোট হয় ২৯ এপ্রিল।

নির্বাচনী হাওয়ায় তপ্ত যোগী রাজ্য, চলছে গণনা! পঞ্চায়েত ভোটে পাল্লা ভারী কার ?

এদিকে সদ্য সমাপ্ত ভোটে মোট ভোটারের সংখ্যা ছিল ১২.৩৯ কোটি। অন্যদিকে নির্বাচন হয় ৫৮,১৮৯ টিগ্রাম পঞ্চায়েতের ৭ লক্ষ ৩২ হাজার ৫৬৩ টি ওয়ার্ড, ৮২6 টি অঞ্চল পঞ্চায়েতের ৭৫ হাজার ৮৫৫ টি ওয়ার্ড এবং ৩,০৫১ জন জেলা পঞ্চায়েত সদস্যের মধ্যে ভোটের লড়াই হয়। তবে ভোট গণনা শেষ না হওয়ায় পাল্লা কোনদিকে ভারী তা এখনই বলা যাচ্ছে না। তার জন্য অপেক্ষা করতে হবে আরও বেশ কিছটা সময়। অন্যদিকে এবারের ভোটে লড়ছে মুলায়ম পরিবারও। সাফাইয়ে গ্রাম প্রধানের জন্য ভোটে লড়ছেন রামপাল বাল্মিকী।

হুইল চেয়ারেই বাংলা জয়, এক পােয়ই খেলা শেষ করলেন মমতাহুইল চেয়ারেই বাংলা জয়, এক পােয়ই খেলা শেষ করলেন মমতা

শেষ পাওয়া খবর অনুযায়ী তিনি এগিয়ে রয়েছেন ৫০০ ভোটে। তাঁকে আবার সমর্থন করছে সমাজবাদী পার্টি।বাল্মিকী ছাড়াও লড়াইয়ে রয়েছেন আরও এক প্রার্থী ভিনিতা। অন্যদিকে লড়াইয়ে রয়েছে গ্যাংস্টার বিকাশ দুবেয়ের পরিবারও। তবে দীর্ঘ ২৫ বছর পরে কানপুরের বিকারুতে প্রধানের পদ থেকে হার নিশ্চিত হয়েছে বিকাশ দুবের স্ত্রীর।অন্যদিকে সীতাপুরের দুটি গ্রাম পঞ্চায়েতের ফলাফল ঘোষণা করা হয়েছে। রামপুর মথুরার গ্রাম পঞ্চায়েত কালুয়াপুর থেকে প্রধানের পদে ১৩ ভোটে জয়ী হয়েছেন কল্লুরাম। আলমপুর গ্রাম পঞ্চায়েতে প্রধান পদে ১১২ ভোটে জয়ী হয়েছেন শান্তি দেবী।

English summary
Yogi state hot in the electoral air, counting is going on! Who is heavier in the panchayat vote?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X