For Quick Alerts
For Daily Alerts
ভোট গণনা শুরু, পিছিয়ে কংগ্রেস

দিল্লিতে ভালো লড়াই করছে আম আদমি পার্টি (এএপি)। এগিয়ে বিজেপি। কিন্তু, কংগ্রেস এখনও আশা দিতে পারছে না। দিল্লি বিধানসভায় আসন সংখ্যা হল ৭০। পাশাপাশি, প্রবণতা বিচার করলে মনে হচ্ছে, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় ধরে রাখতে পারবে বিজেপি। এই দুই রাজ্যে যথাক্রমে ২৩০ এবং ৯০টি আসনের জন্য লড়াই চলছে। রাজস্থানেও ভালো ফলের ইঙ্গিত দিচ্ছে বিজেপি। গণনা শুরু সময় অধিকাংশ আসনে এগিয়ে বিজেপি। রাজস্থান বিধানসভার আসন সংখ্যা হল ১৯৯। বিকেলের আগেই চূড়ান্ত ফল জানা যাবে চার রাজ্যে।