For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খাদ্যমূল্য, জ্বালানির দাম বৃদ্ধির জের! বেড়ে গেল দেশের খুচরো মুদ্রাস্ফীতি

Google Oneindia Bengali News

খাদ্য মূল্যস্ফীতি বৃদ্ধির জেরে ফের বেড়ে গেল দেশের খুচরো মুদ্রাস্ফীতি। ২০২১ সালের ফেব্রুয়ারিতে খুচরো মূল্য ভিত্তিক মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়ে ৫.০৩ শতাংশ হয়েছে। এই সময় খাদ্যপণ্যের পাশাপাশি দাম বেড়েছে জ্বালানি তেলের। গত তিম মাসের মধ্যে এই হার সর্বোচ্চ। সরকারকে চিন্তায় ফেলে ক্রমশ বাড়ছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম। খুচরো মুদ্রাস্ফীতির সঙ্গে সরকারকে ভাবাচ্ছে পাইকারি মুদ্রাস্ফীতির হারও।

জ্বালানির দাম বৃদ্ধির জের! বেড়ে গেল দেশের খুচরো মুদ্রাস্ফীতি

উল্লেখ্য, কয়েকদিন আগেই আরবিআই প্রধান শক্তিকান্ত দাশ আশঙ্কা প্রকাশ করেছিলেন, অবিলম্বে জ্বালানি ও গ্যাসের দাম না কমলে মূদ্রাস্ফীতি হতে পারে। সেই আশঙ্কাই সত্যি প্রমাণিত হয়েছে। তিন মাসের স্বল্প সময়ে প্রতিটি সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছে ২২৫ টাকা। যা গৃহবধূদের হৃদয়েও জ্বালা ধরাচ্ছে। তবে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ঘোষণা করেছেন যে এপ্রিলের মধ্যে জ্বালানির দাম কমে যাবে কিন্তু এটা হিসেব করা হচ্ছে যে ওই সময়ের মধ্যে গ্যাস সিলিন্ডারের দাম ১ হাজার টাকায় পৌঁছে যাবে।

গত মাস থেকে ভর্তুকি সিলিন্ডার প্রতি ৪১ টাকার নিচে নেমে গিয়েছে। রান্নার গ্যাসের দামের এই সাপ্তাহিক বৃদ্ধি সাধারণ মানুষের পকেটে আগুন ধরাচ্ছে। জ্বালানি সংস্থাগুলি বলছে যে যাঁরা গ্যাস ফিলিং স্টেশন থেকে অনেক দূরে থাকেন, তাঁদের জন্যই ভর্তুকি প্রযোজ্য। অন্যদের জন্য রান্নার গ্যাস বাজার দরেই বিক্রি করা হচ্ছে।

English summary
Costly food, higher fuel prices take retail inflation or consumer price index to 5.03 percent
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X