For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯-২০-তে জাতীয় রাজনৈতিক দলগুলিকে কর্পোরেট অনুদান! কোন দল কত টাকা পেল

২০১৯-২০ আর্থিক বছরে কর্পোরেট (corporate) ও বাণিজ্যিক সংস্থাগুলি দেশের জাতীয় দলগুলিকে (National Party) ৯২১.৯৫ কোটি টাকা দিয়েছে। যেখানে বিজেপি (BJP) সব থেকে বেশি ৭২০,৪০৭ কোটি টাকা পেয়েছে। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটি

  • |
Google Oneindia Bengali News

২০১৯-২০ আর্থিক বছরে কর্পোরেট (corporate) ও বাণিজ্যিক সংস্থাগুলি দেশের জাতীয় দলগুলিকে (National Party) ৯২১.৯৫ কোটি টাকা দিয়েছে। যেখানে বিজেপি (BJP) সব থেকে বেশি ৭২০,৪০৭ কোটি টাকা পেয়েছে। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফমর্সের একটি প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে।

কর্পোরেট অনুদান বেড়েছে

কর্পোরেট অনুদান বেড়েছে

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফমর্সের প্রতিবেদন অনুসারে ২০১৭-১৮-র তুলনায় ২০১৮-১৯ অর্থবর্ষে জাতীয় রাজনৈতিক দলগুলিকে দেওয়া কর্পোরেট অনুদান বেড়েছে ১০৯ শতাংশের মতো। সাধারণভাবে ২০ হাজার টাকার বেশি প্রদানকারীর ক্ষেত্রে নির্বাচন কমিশনে সেই তথ্য নথিভুক্ত করতে হয়। ২০১২-১৩ থেকে ২০১৯-২০ সালের মধ্যে জাতীয় রাজনৈতিক দলগুলিকে কর্পোরেট অনুবাদ বৃদ্ধি পেয়েছে ১০২৪ শতাংশের মতো।

কারা কত টাকা পেয়েছে

কারা কত টাকা পেয়েছে

এব্যাপারে পাঁচটি জাতীয় রাজনৈতিক দলের অনুদান পর্যালোচনা করা হয়েছে। যার শুরুতেই রয়েছে বিজেপি। এরপরে যথাক্রমে রয়েছে ভারতের জাতীয় কংগ্রেস, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং ভারতের কমিুনিস্ট পার্টি মার্কসবাদী। সমীক্ষায় দেখা গিয়েছে ২০১৯-২০ সালে সব থেকে বেশি ২,০২৫ জন দাতার কাছ থেকে বিজেপি ৭২০.৪০৭ কোটি টাকা পেয়েছে। তারপরেই রয়েছে কংগ্রেস। তারা ১৫৪ জনের কাছ থেকে ১৩৩.০৪ কোটি টাকা পেয়েছে। এরপর এনসিপি ৩৬ জন দাতার থেকে পেয়েছে ৫৭.০৮৬ কোটি টাকা। সিপিআইএম জানিয়েছে ২০১৯-২০ সালে তারা কোনও কর্পোরেট অনুদান নেয়নি। প্রকাশিত খবর অনুযায়ী, বিজেপি ও কংগ্রেসের দাবি, তারা নির্বাচনী বন্ডের মাধ্যমেই আয়ের সিংহভাগ টাকা সংগ্রহ করে থাকে। তারপরেই রয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বহুজন সমাজ পার্টির নাম এই তালিকায় আসেনি, কারণ তারা দাবি করেছে ২০০৪ সাল থেকে তারা কোনও দাতার কাছ থেকে ২০ হাজার টাকার বেশি অনুদান নেয়নি।

কোন সংস্থা কত টাকা দিয়েছে

কোন সংস্থা কত টাকা দিয়েছে

২০১৯-২০ সালে বিজেপি ও কংগ্রেসকে সব থেকে বেশি টাকা দিয়েছে প্রুডেন্ট ইলেকটোরাল ট্রাস্ট। দু-দলকে বছরে ৩৮ বারে মোট দিয়েছে ২৪৭.৭৫ কোটি টাকা। প্রুডেন্ট ইলেকটোরাল ট্রাস্ট বিজেপিকে দিয়েছে ২১৬.৭৫ কোটি টাকা এবং কংগ্রেসকে দিয়েছে ৩১ কোটি টাকা। ২০১৯-২০ সালে এনসিপিকে সব থেকে বেশি অনুদান দিয়েছে বিজি সাইক কনস্ট্রাকশন টেকনোলজি প্রাইভেট লিমিটেড। ২০১৯-২০ সালের দাতাদের মধ্যে প্রুডেন্ট ইলেকটোরাল ট্রাস্টের পরেই রয়েছে জনকল্যাণ ইলেকটোরাল ট্রাস্ট এবং আইটিসি লিমিটেড।

নেই প্যান এবং ঠিকানার বিবরণ

নেই প্যান এবং ঠিকানার বিবরণ

প্রতিবেদনে দেখা গিয়েছে, জাতীয় দলগুলি ৩১০ জন কর্পোরেট দাতার কাছ থেকে ১৬.২১৫ কোটি টাকা সংগ্রহ করলেও তাদের প্যান কিংবা ঠিকানার বিবরণ নেই। ফলে সেইসব সংস্থা কিংবা ব্যক্তির দান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

চরম দারিদ্র প্রায় দূর করে ফেলেছে ভারত! মোদী জমানার প্রশংসায় আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারচরম দারিদ্র প্রায় দূর করে ফেলেছে ভারত! মোদী জমানার প্রশংসায় আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার

English summary
Corporate donations to the Nationalied political parties in 2019-20
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X