For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে করোনা ভাইরাসের বলি আরও এক! মৃত্যুমিছিল অব্যাহত

  • |
Google Oneindia Bengali News

করোনার জেরে ভারতে মৃত্যু মিছিল অব্যাহত। এবার ভারতে এসে অসুস্থ হয়ে পড়া এক ইতালির নাগরিকের মৃত্যুর খবর উঠে আসছে রাজস্থান থেকে। যার ফলে ভারতে মৃতের সংখ্যা দাঁড়াল ৫ জনে। করোনার জেরে ইতিমধ্যেই ভারতে ১৯৫ জন আক্রান্ত। লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

ভারতে করোনার বলি আরও এক! মৃত্যুমিছিল অব্যাহত

কোভিড ১৯ এ আক্রান্ত গোটা বিশ্বের ১৫১ টি দেশ। ইউরোপ এরমধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ইতালি সহ একাধিক দেশ সেখানে নারকীয় মৃত্যুমিছিলের সাক্ষী। এমন পরিস্থিতিতে ভারতেও এক ইতালির পর্যটকের মৃত্যু হয়েছে এদিন। করোনা আক্রান্ত ওই পর্যটক রাজস্থান বেড়াতে এসেছিলেন। আর সেখানেই তাঁর রোগ ধরা পড়ে। ৬৯ বছরের এই রোগীর মৃত্যুতে ফের একবার আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে দেশ জুড়ে।

ইতিমধ্যেই বিশের ২ লাখের বেশি মানুষ করোনা আক্রান্ত। মৃত্যু মিছিল ছুঁয়েছে ১০ হাজারের গন্ডি। বিশ্বস্বাস্থ্য সংস্থা এই মহামারীকে বিশ্বমহামারীর তকমা দিয়েছে। চিনের বাইরে এই রোগ ১৭ গুণ বেশি দ্রুতার সঙ্গে ছড়িয়ে পড়েছে বলেও জানানো হয়েছে। ইতিমধ্যেই এশিয়া, ইউরোেপ , আমেরিকার সঙ্গে রোগ ছড়িয়ে পড়েছে সাব সাহারান আফ্রিকায়। যে ঘটনা হু-অর কাছে 'সর্বনাশ' এর নামান্তর বলে বর্ণিত হয়েছে।

English summary
coronvirus in india, 5th death as 69-year-old Italian man dies in Rajasthan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X