For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৯ হাজার ছুঁই ছুঁই দেশের দৈনিক করোনা সংক্রমণ, আন্তর্জাতিক উড়ানে নজরদারি বাড়ানোর নির্দেশ

১৯ হাজার ছুঁই ছুঁই দেশের দৈনিক করোনা সংক্রমণ, আন্তর্জাতিক উড়ানে নজরদারি বাড়ানোর নির্দেশ

Google Oneindia Bengali News

১৪ হাজার থেকে এক লাফে ১৮,০০০ পার। দেশের দৈনিক করোনা সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮,৮১৯ জন। বেড়েছে অ্যাক্টিভ রোগীর সংখ্যাও। করোনা সংক্রমণের চতুর্থ ওয়েভ জানান দিতে শুরু করেছে মনে করছেন গবেষকরা। ইতিমধ্যে কেন্দ্রের তরফ থেকে সব রাজ্য গুলিকে সতর্ক করা হয়েছে। আন্তর্জাতিক উড়ােন নজরদারি বাড়ানোর নির্দেশিকা জারি করা হয়েছে।

আন্তর্জাতিক উড়ােন নজরদারি বাড়ানোর নির্দেশ

দেশের দৈিনক করোনা সংক্রমণ ফের ভয় ধরাতে শুরু করেছে। করোনা সংক্রমণ এবার লাফিয়ে বাড়ছে দেশে। অ্যাক্টিভ রোগীর সংখ্যাও অনেকটা বেড়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে বেড়েছে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা। করোনা সংক্রমণে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৩৯ জন। সেটাও অনেকটাই। কাজেই ভয় ধরাতে শুরু করে দিয়েছে চতুর্থ ওয়েভ। দেশে গত ২৪ ঘণ্টায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়েছে ৪৯৫৩ জন।

যেসব রাজ্যে করোনা সংক্রমণ বাড়ছে তার শীর্ষে রয়েছে কেরল। গত ২৪ ঘণ্টায় কেরলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৪৫৯ জন। তারপরেই রয়েছে মহারাষ্ট্র। সেখােন গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৯৯৭ জন। অর্থাৎ প্রায় ৪ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। পশ্চিমবঙ্গেও করোনা সংক্রমণ হাজার ছাড়িয়ে গিয়েছে। এদিকে দক্ষিণ ভারতের দুই রাজ্যের করোনা সংক্রমণ উর্ধ্বমুখী হতে শুরু করে দিয়েছে। কর্নাটক এবং তামিলনাড়ুতে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় কর্নাটকে করোনা আক্রান্ত হয়েছে ১৯৪৫ জন। আর তামিলাড়ুতে করোনা আক্রান্ত হয়েছেন ১৮২৭ জন। অন্য দিকে উত্তরপূর্বের রাজ্য মিজোরামেও করোনা সংক্রমণ বাড়ছে। দেশের চার রাজ্যে করোনা সংক্রমণ হাজার ছাড়িয়ে গিয়েছে। তার মধ্যে রাজধানী দিল্লিও রয়েছে।

এদিকে দেশের করোনা সংক্রমণ উর্ধ্বমুখী জেেনই তৎপর কেন্দ্রে। এই িনয়ে সব রাজ্যকে সতর্ক করেছে মোদী সরকার। বুধবার সব রাজ্যগুলিকে আন্তর্জাতিক উড়ােনর উপরে নজরদারি বাড়ানোর িনর্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জািনয়েছেন, বিদেশ থেকে আসা যাত্রীদের মধ্যে করো উপসর্গ দেখা গেলেই তাঁদের আইসোলেশনে পাঠানোর িনর্দেশ দেওয়া হয়েছে। সব রাজ্যকেই আরটি-পিসিআর পরীক্ষা বাড়াতে বলা হয়েছে। সেই সঙ্গে জেনম সিকোয়েন্সের উপরেও জোর দেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজধানী দিল্লিতে হানা দিয়েছে ওমিক্রনে নতুন সাব ভ্যারিয়েন্ট।

English summary
Coronavirus Daily infection cross 18,000 on 28 June in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X