For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উদ্বেগ বাড়িয়ে বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা, গতকালের চেয়ে অনেকটাই কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ

উদ্বেগ বাড়িয়ে বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা, গতকালের চেয়ে অনেকটাই কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ

Google Oneindia Bengali News

গতকালের চেয়ে অনেকটাই কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬,১০২ জন। এদিকে আবার করোনা সংক্রমণে দৈনিক মৃত্যুর সংখ্যা অনেকটাই বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মারা গিয়েছেন ৩১ জন। গতকালের চেয়ে অনেকটাই বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা।

গতকালের চেয়ে অনেকটাই কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ

করোনা সংক্রমণ ফের উর্ধ্বমুখী দেশে। আক্রান্তের সংখ্যাগত ২ মাস ধরেই বাড়ছিল। রবিবার সেই সংখ্যা অনেকটাই কমেছে। ১৬ হাজারে নেমে এসেছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। গত তিন দিন ধরে। ১৮ হাজার থেকে ১৭ হাজারের ঘরেই ঘোরাফেরা করছিল দেশের দৈনিক করোনা সংক্রমণ। আজ করোনার দৈনিক সংক্রমণ কমলেও দৈনিক মৃত্যুর সংখ্যা অনেকটাই বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ৩১ জন। গতকাল মৃত্যুর সংখ্যা ছিল ২১।

করোনা সংক্রমণে এখনও শীর্ষে রয়েছে কেরল। গত ২৪ ঘণ্টায় কেরলে করোনা আক্রান্ত হয়েছেন ৩৫৯৯ জন। তারপরেই রয়েছে মহারাষ্ট্র। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৯৭১ জন। কেরলে শুধু সংক্রমণই বাড়ছে না বাড়ছে মারা যাওয়ার সংখ্যাও। কেরলে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে ১৪ মারা গিয়েছে। মহারাষ্ট্রে সেই সংখ্যা অনেকটাই কম। মহারাষ্ট্রে মারা গিয়েছেন ১ জন। কেরল, মহারাষ্ট্রের সঙ্গে করোনা সংক্রমণে পাল্লা দিতে শুরু করে দিয়েছে তামিলনাড়ু। গত ২৪ ঘণ্টায় তামিলনাড়ুতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৫৩৩ জন। এদিকে আবার গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণে পতন হয়েছে।

করোনা সংক্রমণ উর্ধ্বমুখী হওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যগুলিকে সতর্ক করেছে কেন্দ্রে। বিশেষ করে আন্তর্জাতিক উড়ানে নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। সেই সঙ্গে মাস্ক পরা সহ একাধিক কোভিড বিধি কড়া করার জন্য রাজ্যগুলিকে অনুরোধ করা হয়েছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে কোভিড বিধি কড় কর হয়েছে। করোনর পরীক্ষার সংখ্য বাড়ানো হয়েছে। সেই সঙ্গে আন্তর্জাতিক উড়ানেও কড়া নজরদারি চালানো হচ্ছে। রাজধানী দিল্লিতেও করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। সেকারণে রাজধানী দিল্লিতেও করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে একাধিক বিধিনিষেধ জরি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশ মেনে সব রাজ্যই করোন টিকাকরণে জোর দিয়েছে। বিশেষ করে বুস্টার ডোেজর টিকাকরণে জোর দেওয়া হয়েছে।

English summary
Coronavirus Daily infection cross 16,000 on 3 July in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X