For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঝাড়খন্ডে 'ডোর টু ডোর' সমীক্ষায় করোনায় মৃতের সংখ্যা বাড়ল ৪৩ শতাংশ

ঝাড়খন্ডে 'ডোর টু ডোর' সমীক্ষায় করোনায় মৃতের সংখ্যা বাড়ল ৪৩ শতাংশ

  • |
Google Oneindia Bengali News

কোভিডের প্রথম ওয়েভের থেকে দ্বিতীয় ওয়েভে মৃত্যের সংখ্যা বাড়ল ঝাড়খন্ডে। একটি ইন্টেনসিভ পাবলিক হেল্থ সার্ভের (IPHS) র অধীনে ঝাড়খন্ডের ২৪ টি জেলায় 'ডোর টু ডোর' সমীক্ষা চালানো হয়েছে৷ যেখানে দেখা গিয়েছে ২০১৯-২০ তে কোভিডে ঝাড়খন্ডের মোট মৃতের তুলনায় দ্বিতীয় ওয়েভে মৃত্যু বেড়েছে প্রায় ৪৩ শতাংশ৷

ঝাড়খন্ডে ডোর টু ডোর সমীক্ষায় করোনায় মৃতের সংখ্যা বাড়ল ৪৩ শতাংশ

ঝাড়খন্ডের পরিকল্পনা বিভাগের অর্থনীতি ও পরিসংখ্যান দপ্তর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ২০১৯-২০ এপ্রিল-মে সালে রাজ্যের মোট করোনা মৃতের সংখ্যা ছিল ১৭৮১৯। সেখান থেকে বেড়ে দ্বিতীয় ওয়েভে ২০২০-২১ মার্চ মাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫,৪৯০, যা প্রথমবারের চেয়ে প্রায় ৪৩ গুণ বেশি। মহামারীটির দ্বিতীয় ঢেউ চলাকালীন এটিই কোনও রাজ্যের প্রথম ঘরে ঘরে মৃত্যুর প্রকাশিত গণনা।

সরকারিভাবে প্রকাশিত দেশে মোট কোভিড মৃত্যুর সংখ্যা আসলের থেকে পাঁচগুণ কম। এরকমই একটি রিপোর্ট সম্প্রতি প্রকাশিত হয়েছিল একটি জনপ্রিয় আর্ন্তজাতিক ম্যাগাজিনে। কেন্দ্রের পক্ষ থেকে সেই রিপোর্টকে উদ্দেশ্যমূলক পক্ষপাতদুষ্ঠ রিপোর্ট বলে উল্লেখ করা হয়েছিল। কিন্তু ঝাড়খন্ডের নতুন ডোর টু ডোর সমীক্ষার ফল চিন্তার ভাঁজ ফেলছে বিশেষজ্ঞদের কপালে৷

ইন্টেনসিভ পাবলিক হেল্থ সার্ভের সমীক্ষায় প্রকাশিত মৃত্যুর সংখ্যায় এত বৃদ্ধি সম্পর্কে ঝাড়খন্ডের অতিরিক্ত মুখ্য সচিব (স্বাস্থ্য) অরুণ সিং সংবাদমাধ্যমকে বলেন, 'সমীক্ষার সময় ২৫,০০০ এরও বেশি মৃত্যুর রেকর্ড করা হয়েছিল। তবে আমরা এখনও জানিনা যে এই মৃত্যুর কারণ কী! সমীক্ষায় নথিভুক্ত মৃত্যুর কারণ অনুসন্ধান করার জন্য আমরা এখন আরও একটি সমীক্ষা শুরু করেছি।'

English summary
Coroner death toll rises 43% in Jharkhand door-to-door survey
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X