harsha vardhan bjp central government corona vaccine coronavirus করোনা ভাইরাস কেন্দ্রীয় সরকার বিজেপি হর্ষ বর্ধন politics
করোনা যুদ্ধের 'সঞ্জীবনী' এই ভ্যাকসিন! টিকাকরণ নিয়ে যা বললেন স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন
করোনার ভ্যাকসিনের কার্যকারিতা ও সুরক্ষা নিয়ে কারও মনে কোনও সংশয় থাকা উচিত নয়৷ শনিবার এই কথাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এদিন দেশজুড়ে শুরু হল কোরোনার টিকাকরণ৷ সেই কর্মসূচির সূচনা করে প্রধানমন্ত্রী এই কথা জানিয়েছেন৷ তাঁর কথায়, যে দুটি ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়া হয়েছে, সেই দুটি ভ্যাকসিনের সবদিক আগেই খতিয়ে দেখেছেন চিকিৎসক ও বিজ্ঞানীরা৷

এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন এই প্রসঙ্গে বলেন, 'করোনা যুদ্ধের সঞ্জীবনী হতে চলেছে এই টিকা। এইটাই সম্ভবত বিশ্বের মধ্যে সবচেয়ে বড় টিকাকরণ। এই ইস্যুগুলি পরিচালনা করার ক্ষেত্রে ভারতের বিরাট অভিজ্ঞতা রয়েছে। ইতিমধ্যে আমরা পোলিও এবং গুটি বসন্ত নির্মূল করেছি। এটাই সম্ভবত বিশ্বের সবচেয়ে বড় টিকাকরণ অভিযান।'
ভারতে প্রথম দফায় কোরোনার ভ্যাকসিন পাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা৷ এর পর প্রথম সারির কোরোনা যোদ্ধাদের ভ্যাকসিন দেওয়া হবে৷ প্রধানমন্ত্রীর কথায়, 'সরকারি বা বেসরকারি স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, নিরাপত্তা কর্মী ও সাফাই কর্মীদের অধিকার রয়েছে সবার আগে কোরোনার ভ্যাকসিন নেওয়ার৷' এর কারণ হিসেবে প্রধানমন্ত্রীর ব্যাখ্যা, লকডাউনের সময় এঁরাই বাড়ি-ঘর ছেড়ে সকলের জন্য পরিষেবা দিচ্ছিলেন৷ তাই এভাবেই সমাজ তাঁদের সম্মান জানাল৷
কোরোনার ভ্যাকসিনের কার্যকারিতা ও সুরক্ষা নিয়ে কারও মনে কোনও সংশয় থাকা উচিত নয়৷ শনিবার এই কথাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এদিন দেশজুড়ে শুরু হল কোরোনার টিকাকরণ৷ সেই কর্মসূচির সূচনা করে প্রধানমন্ত্রী এই কথা জানিয়েছেন৷ তাঁর কথায়, যে দুটি ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়া হয়েছে, সেই দুটি ভ্যাকসিনের সবদিক আগেই খতিয়ে দেখেছেন চিকিৎসক ও বিজ্ঞানীরা৷