For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অক্সফোর্ডের করোনা টীকা উৎপাদনে হাত লাগাল ভারতীয় সংস্থাও, কবে হাতে পাবে ভারত?

অক্সফোর্ডের করোনা টীকা উৎপাদনে হাত লাগাল ভারতীয় সংস্থাও, কবে হাতে পাবে ভারত?

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের টীকা উৎপাদনে এবার হাত লাগাল ভারতীয় সংস্থা সেরাম ইনস্টিটিউটও। অ্যাস্টাজেনেকা এবং ভারতের সেরাম ইনন্টিউটের সঙ্গে যৌথ উদ্ধোদে করোনা ভাইরাসের টীকা তৈরি করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। প্রায় ১ বিলিয়ন টীকা উৎপাদন করবে সেরাম ইনস্টিটিউট এবং অস্টাজেনেকা।

অক্সফোর্ডের করোনা টীকা উৎপাদনে হাত লাগাল ভারতীয় সংস্থাও, কবে হাতে পাবে ভারত?

অগাস্ট থেকে সেরাম ইনস্টিটিউট অক্সফোর্ডের অ্যাস্টাজেনেকা করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু করবে ভারতে। এই মুহূর্তে করোনা টীকার ফেজ থ্রি ক্লিনিকাল ট্রায়াল শুরু করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। অগাস্টে শুরু হবে হিউম্যান ট্রায়াল। চলতি বছরের শেষেই অক্সফোর্ডের করোনা ভাইরাসের টীকা হাতে আসতে চলেছে বলে অনুমান করা হচ্ছে।

ইতিমধ্যেই সেই টীকা তৈরির বরাত পেয়েছে সেরাম ইনস্টিটিউট। সংস্থার সিইও অদর পুনাওয়ালা জািনয়েছে নিম্ন এবং মধ্যবিত্তদের আয়ত্তের মধ্যে যাতে এই টীকা থাকে সেরকম সহজ লভ্য করা হবে টীকা। ইতিমধ্যেই ভারতে করোনা সংক্রমণ ১১ লক্ষ অতিক্রম করেছে । গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৪০,০০০ মানুষ।

রোখা যাচ্ছে না দামাল করোনাকে! লকডাউনের মেয়াদ বৃদ্ধির সাথে জেলায় জেলায় বাড়ছে কড়াকড়ি রোখা যাচ্ছে না দামাল করোনাকে! লকডাউনের মেয়াদ বৃদ্ধির সাথে জেলায় জেলায় বাড়ছে কড়াকড়ি

English summary
Coronavirus vaccine made by Oxford university now produce in Indian institute
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X