'স্যানিটাইজার' নাম রাখা হল সদ্যজাতর! করোনা আবহে নয়া খবর
করোনার আবহে এই সময়ের মধ্যে একাধিক শিশুর জন্ম হয়েছে। সময়ের প্রেক্ষিতে কেউ সন্তানের নাম রেখেছেন 'একা', কেউ বা করোনার আবহে সন্তানের নাম রেখেছেন 'করোনা'। অনেকেই যমজ সন্তানের নাম রেখেছেন করোনা ও কোভিড । এবার উঠে এলো নাম ' স্যানিটাইজার'।

ছেলে নাম স্যানিটাইজার রেখে খুব খুশি উত্তরপ্রদেশের বাসিন্দা ওমবীর। তিনি জানিয়েছেন, সাম্প্রতিক পরিস্থিতিতে স্যানিটাইজার ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। সরকারের উচিত এই সময় প্রচুর পরিমাণে স্যানিটাইজারের যোগান বাজারে দেওয়া। আর তাইই করছে সরকার। ওমবীরের দাবি, স্যানিটাইজার দেশকে যে অকাল সংকটের হাত থেকে বাঁচাচ্ছে, তা নিয়ে উৎসাহিত হয়েই তাঁরা এমন নাম বেছেছেন।

উল্লেখ্যে, করোনা আক্রান্তের সংখ্যায় ভারত ৮ হাজার পেরিয়ে নয় হাজারের দিতে যাচ্ছে। মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে ১৪ তারিখ পর্যন্ত ২১ দিনের লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র বলে জল্পনা। বহু রাজ্যেই এই লকডাউনের মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।