For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউনে দিল্লি থেকে ঘরে ফেরার উদ্যোগে বিশাল জমায়েত অনাবাসীদের! সরকার জারি করল বড় নির্দেশ

  • |
Google Oneindia Bengali News

গত কয়েকদিন ধরেই ভারতের বিভিন্ন সড়কে দেখা গিয়েছিল একাধিক শ্রমিক কীভাবে পায়ে হেঁটে বাড়ি ফিরছেন। লকডাউনে আটকে পড়ার ভয়ে তাঁরা ঘরমুখী হয়েছেন পায়ের জোরেই! অমন মর্মান্তিক পরিস্থিতির পর তাঁদের ঘরে পৌঁছে দিতে একাধিক রাজ্য উদ্যোগ নেয়। মহারাষ্ট্র থেকে বিশেষ ট্রেন যায় কানপুরে। অন্যদিকে, করোনা আবহে দিল্লির আনন্দ বিহার বাস টার্মিনাসে ভয়ঙ্কর ভিড় লক্ষ্য করা যায়।

লকডাউনে দিল্লি থেকে ঘরে ফেরার উদ্যোগে বিশাল জমায়েত অনাবাসীদের! সরকার জারি করল বড় নির্দেশ

শ্রমিকদের ঘরে পৌঁছে দিতে বিভিন্ন রুটের বাসের আয়োজন করে প্রশাসন। আর বাস ধরতেই দিল্লির আনন্দ বিহারে প্রচুর ভিনরাজ্যের শ্রমিকদের ভিড় দেখা যায়। যা করোনা আক্রান্ত ভারতে একটি ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। এমন ঘটনার জেরে , ওই ঘরে ফেরা শ্রমিকদের জন্য ১৪ দিনের কোয়ারেন্টাইন আবশ্যিক বলে ঘোষমা করেছে সরকার।

দিল্লি প্রশাসনের তরফে ৫০০ টি বাসের আয়োজন করা হয়েছিল। আর সেই বাসে করেই শ্রমিকদের ঘরে পাঠানো হয়েছে। এমন পরিস্থিতিতে ওই শ্রমিকদের ঘরে ফিরেই ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবার কড়া নির্দেশ দিয়েছে সরকার।

English summary
Coronavirus update, Quaratine mandatory for lakhs of Migrants returning to UP, Bihar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X