করোনায় মোট সুস্থতার সংখ্যা ৯০ লক্ষ পেরোল, ভাবাচ্ছে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা
করোনা ভাইরাসে সংক্রমণে সুস্থতার সংখ্যা ৯০ লক্ষ পেরোল। যদিও দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা এখনও উদ্বেগজনক। গতকালের চেয়ে দেশে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা অনেকটাই বেড়েছে। প্রায় হাজার খানেক বেড়েছে দৈনিক সংক্রমণের সংখ্যা। দেশের মোট করোনা সংক্রমণ ৯৫ লক্ষের গণ্ডী পেরিয়ে ৯৬ লক্ষের দিকে এগোচ্ছে দ্রুত গতিতে। আজ করোনা ভ্যাকসিন নিয়ে সর্বদল বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বাড়ল সুস্থতার সংখ্যা
করোনা ভাইরাসের সংক্রমণে দেশে মোট সুস্থতার সংখ্যা ৯০ লক্ষের গণ্ডী পেরিয়েছে। সুস্থ হয়ে উঠেছেন
৯০, ১৬,২৮৯ জন। অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা কমেছে। মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা এখন দেশে ৪,১৬,০৮২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৪২, ৯১৬। দৈনিক সুস্থতার সংখ্যা ছাপিয়ে গিয়েছে দৈনিক সংক্রমণের সংখ্যাকে।

বাড়ছে সংক্রমণ
গতকালের থেকে দৈনিক সংক্রমণের সংখ্যা বাড়ল দেশে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৬,৫৯৪ জন। দেশে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯৫,৭১,৫৫৯ জন। আর কয়েক িদনের মধ্যেই দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটিতে পৌঁছে যাবে। অন্যদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও বাড়ছে দেশে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে মারা গিয়েছেন ৫৪০ জন। গতকালের থেকে সামান্য হলেও বেশি।

সর্বদল বৈঠক মোদীর
করোনা ভ্যাকসিন নিয়ে আজ সর্বদল বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা ভ্যাকসিন নিয়ে দেশের সব রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করার কথা তাঁর। এর আগে করোনা ভ্যাকসিন নিয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে ভ্যাকসিন মজুত রাখা নিয়ে রাজ্য সরকারগুলির সংঙ্গে আলোচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভ্যাকসিন অনিশ্চয়তা
একাধিক সংস্থার করোনা ভাইরাস ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল চলছে দেশে। তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়াল চলছে অক্সফোর্ডের ভ্যাকসিন। কোভ্যাকসিনেরও তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হয়ে গিয়েছে। এই করোনা ভ্যাকসিন কবে হাতে আসবে তা নিয়ে কোনও নিশ্চয়তা দিতে পারেননি প্রধানমন্ত্রী। সেকারণে দেশবসীকে সতর্ক হয়ে কাজ করতে বসেছেন তিনি।
