করোনা ভাইরাসের জেরে হোয়াটস্যাপে স্কুলের পড়াশোনা! অভিনব উদ্যোগ কোন রাজ্যে
করোনা ভাইরাসের জেরে দেশের বিভিন্ন প্রান্তে বন্ধ রয়েছে স্কুল কলেজ। একাধিক আইআইটিকে নির্দেশ দেওয়া হয়েছে অভিনব পন্থায় পড়ামোর জন্য। শিক্ষকরা সেখানে বাড়ি থেকে লেকচার রেকর্ড করে পাঠিয়ে পড়ুয়াদের সাহায্য করার প্রচেষ্টায় রয়েছেন। অন্যদিকে অসমের স্কুলে নির্দেশ দেওয়া হয়েছে যে হোয়াটসঅ্যাপ -এর মাধ্যমে যেন এই পড়াশোনার প্রক্রিয়া চলে।

যাতে পড়াশোনার মধ্যে কোনও বাধা থেকে না যায়, তারজন্যই অসমে এমন বন্দোবস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিলেবাস অনুযায়ী বিভিন্ন স্কুলে যেন একইভাবে পড়াশোনা চলতে থাকে তার চেষ্টার জব্যই অসম সরকার এমন পদক্ষেপ নিয়েছে। অসমের শিক্ষা দফতর বলেছে, শিক্ষকরা বাজডি থেকেই বিভিন্ন বিষয়ের ওপর যাতে ছোট ভিডিও আপলোড করেন। আর সেই ভিডিও যেন প্রকাশ করা হয় হোয়াটসঅ্যাপে।
অসমের শিক্ষা দফতর বলছে, গুগল টেকনলজি যেন স্কুলগুলি নিজের শিক্ষক শিক্ষিকারদের মধ্যে ছড়িয়ে দেয়। এছাড়াও ক্লাস অনুযায়ী হোয়াটস অ্যাপ গ্রুপ তৈরির জন্যও স্কুলগুলিকে নির্দেশ দিয়েছে অসম সরকার।য যাতে পড়াশোনার প্রক্রিয়া থেকে না থাকে তার জন্যই এমন পদক্ষেপ।