For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘুম ছুটিয়েছে মহারাষ্ট্র, হু হু করে বাড়ছে দেশের দৈনিক করোনা সংক্রমণ, কমছে সুস্থতার হার

ঘুম ছুটিয়েছে মহারাষ্ট্র, হু হু করে বাড়ছে দেশের দৈনিক করোনা সংক্রমণ, কমছে সুস্থতার হার

Google Oneindia Bengali News

হু হু করে বাড়ছে দেশের করোনা ভাইরাসের সংক্রমণ। দৈনিক সংক্রমণে দেশের মধ্যে শীর্ষে মহারাষ্ট্র। বাড়ছে আক্রান্তের সংখ্যা। গোটা দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৬,২৯১ জন। কমছে সুস্থতার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে মারা গিয়েছেন ১১৪ জন। সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যাও কমতে শুরু করেছে। গবেষকরা জানিয়েছেন ভারত এখন সেকেন্ড ওয়েভের মুখে দাঁড়িয়ে রয়েছে।

 দৈনিক সংক্রমণে বৃদ্ধি

দৈনিক সংক্রমণে বৃদ্ধি

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ আরও বেড়েছে। একদিনে আক্রান্ত হয়েছেন ২৬,২৯১ জন। দৈনিক সুস্থতার সংখ্যাও কমছে দেশে। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১৭,৪৫৫ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ১,১৩,৮৫,৩৩৯। গত ২৪ ঘণ্টায় দেশে মারা গিয়েছেন। দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,৫৮,৭২৫। বাড়ছে অ্যাক্টিভ রোগীর সংখ্যাও। ২,১৯,২৬২ জন অ্যাক্টিভ রোগী রয়েছেন দেশে।

 ঘুম ছুটিয়েছে মহারাষ্ট্র

ঘুম ছুটিয়েছে মহারাষ্ট্র

দেশে সংক্রমণের হটস্পট ফের মহারাষ্ট্র। গোটা রাজ্যে দৈনিক আক্রান্তর সংখ্যা হু হু করে বাড়ছে। মহারাষ্ট্রে একদিনে ১৫,০০০-রও বেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুধু মুম্বইয়েই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯৬২ জন। প্রায় ২০০০ ছুঁই ছুঁই করোনা সংক্রমণ। পরিস্থিতি সামাল দিতে তৎপর মহারাষ্ট্র সরকার। একাধিক জেলায় নাইট কার্ফু জারি করা হয়েছে । নাগপুরে লকডাউন ঘোষণা করা হয়েছে। কিন্তু মুম্বই নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি উদ্ধব ঠাকরে সরকার।

 ১০ রাজ্যে বাড়ছে সংক্রমন

১০ রাজ্যে বাড়ছে সংক্রমন

করোনা সংক্রমণ সবচেয়ে বেশি হচ্ছে ১০ রাজ্যে। সেই তালিকায় মহারাষ্ট্র ছাড়াও রয়েছে, পাঞ্জাব, কর্নাটক,মধ্যপ্রদেশ, তামিলনাড়ু। কর্নাটকে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯ ৩৪ জন। সেপ্টেম্বর িডসেম্বরের তুলনায় ৩৩ শতাংশ করোনা সংক্রমণ বেড়েছে দেশে। গবেষকরা দাবি করেছেন দ্বিতীয় করোনা ঢেউ আছড়ে পড়তে চলেছে ভারতে। এদিকে ভ্যাকসিনেশন প্রক্রিয়াও দ্রুত করা হচ্ছে। সেদিকেই বেশি জোর দিচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

মার্চে সংক্রমণ বৃদ্ধি

মার্চে সংক্রমণ বৃদ্ধি

শুধু মাত্র ৮ থেকে ১৫ মার্চের মধ্যে দেশে প্রায় দেড় লক্ষ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দিল্লিতে তুলনামূলক ভাবে কিছুটা কমেছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ৪০০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদিকে ভোট তৎপরতা শুরু হয়ে গিয়েছে ৪ রাজ্যে। কমিশন করোনা বিধি করে ভোটের প্রচারের কথা বললেও তেমন ভাবে রাজনৈতিক দলগুলিকে সচেতন হতে দেখা যাচ্ছে না। মিটিং, মিছিল, রোড শোয়ের জনজোয়ার দেখা যাচ্ছে। ভোটের পরে আরও করোনা সংক্রমণ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

English summary
Coronavirus update news on 15 March
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X