For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উদ্বেগ বাড়াচ্ছে মহারাষ্ট্র, দেশের দৈনিক সংক্রমণ ১৭,৯২১, দৈনিক সুস্থতা ২০ হাজার ছাড়াল

উদ্বেগ বাড়াচ্ছে মহারাষ্ট্র, দৈনিক সংক্রমণ ১৭,৯২১, দৈনিক সুস্থতা ২০ হাজার ছাড়াল

Google Oneindia Bengali News

উদ্বেগ বাড়াচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণ। দেেশ গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭,৯২১ জন। দৈনিক সুস্থতার সংখ্যা বেড়েছে। গত ২৩ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২০,৬৫২ জন। দেশের মোট করোনা সংক্রমণ ১,১২,৬২,৭০৭ জন। দেশে করোনা সংক্রমণে দৈনিক মৃত্যু বেড়ে হয়েছে ১৩৩। গত সপ্তাহে ১০০-র নীচে নেমেছিল দৈনিক মৃত্যু।

 উদ্বেগ বাড়াচ্ছে মহারাষ্ট্র, দেশের দৈনিক সংক্রমণ ১৭,৯২১

কলকাতায় নতুন করে চার জের শরীরে মিলেছে করোনা ভাইরাসের ব্রিটেনের স্ট্রেন। তাঁদের সকলকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের সংস্পর্শে কারা কারা এসেছিল তাঁদের সন্ধান চালানো হচ্ছে। এদিকে নতুন করে ১০ রাজ্য নতুন করে আক্রমণ ছড়াতে শুরু করেছে। সব থেকে বেশি উদ্বেগজনক জায়গায় গিয়েছে মহারাষ্ট্র। দৈনিক করোনা সংক্রমণ ১০,০০০ পর্যন্ত পৌঁছে গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে মুম্বই শহরেও লকডাউনের কথা ভাবছে উদ্ধব ঠাকরে সরকার।

কোভিশিল্ড ভ্যাকসিন নেওয়ার পর মৃত্যু হয়েছে জলপাইগুড়ির এক প্রবীণ মহিলার এমনই দাবি পরিবারের। এই নিয়ে থানায় অভিযোগ জানিেয়ছেন পরিবারের লোকেরা। সূত্রের খবর জলপাইগুড়ির ধূপগুড়ির বাসিন্দা কৃষ্ণা দত্ত নামে ওই মহিলার বয়স ৬৪ বছর। সোমবার কোভিশিল্ড ভ্যাকসিন নিয়েছিলেন তিনি। সেদিন রাতেই বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হন বলে খবর। তারপরেই মারা যান তিনি। পরিবারে লোকের অভিযোগ ভ্যাকসিন নেওয়ার জেরেই তার মৃত্যু হয়েছে।

English summary
Coronavirus update news on 11 March
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X