আরও কমল দেশের দৈনিক সংক্রমণ, কমেছে করোনায় দৈনিক মৃত্যুও, ভ্যাকসিন তৎপরতা তুঙ্গে
আশা জাগিয়ে আরও কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্য। রবিবারের চেয়ে প্রায় ৯ শতাংশ কমেছে দৈনিক সংক্রণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬,৫০৫ জন। যার জেরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা হয়েছেন ১,০৩,৪০,৪৭০ জন। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ২১৪ জন। দেশে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,৪৯,৬৪৯।

করোনা সংক্রমণ একদিকে যখন করোনা সংক্রমণ কমতে শুরু করেছে দেশে। তখনই আশা জাগিয়ে করোনা ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে ড্রাগ কন্ট্রোলারের বিশেষজ্ঞ দল। তার পরেই দেশীয় প্রযুক্তিতে তৈরি কোভ্যাক্সিনেরও অনুমোদন দিয়েছে কেন্দ্র। দুটি ভ্যাকসিনই এখন দেশবাসীর জন্য প্রস্তুত।
এদিকে আবার দেশের ৩০ কোটি নাগরিককে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। প্রথম পর্যায়ে ১ কোটি স্বাস্থ্যকর্মীকে করোনা ভ্যাকসিনের টিকা দেওয়া হবে বলে ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। ৩০ জুলাইয়ের মধ্যে দেশের ৩০ কোটি নাগরিরকে করোনা ভ্যাকসিন দেওয়ার টার্গেট নিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সেই লক্ষ্যে গোটা দেশের সব রাজ্যে করোনা ভ্যাকসিনের ড্রাইরান শুরু হয়ে গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ।
