হাজার পার করল দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা, লাফিয়ে বাড়ছে দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যাও
গত ২৪ ঘণ্টায় অনেকটাই বাড়ল করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ। ১৩ হাজারের ঘর থেকে এক লাফে ১৬ হাজার পেরিেয় গেল করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬,৭৬৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ২২০ জন। সুস্থতার সংখ্যা ৭,৫৮৫ জন। সুস্থতার বেড়ে হয়ে গিয়েছে ৯৮.৩৬ শতাংশ।

দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যার সঙ্গে বাড়ছে করোনা ভাইরাসে সংক্রমণ। করোনা সংক্রমণের থার্ড ওয়েভ শুরু হয়ে গিয়েছে। এমনই আশঙ্কা করা হচ্ছে। আজ বর্ষবরণের উৎসবে রাশ টানা হয়েছে। মুম্বইয়ে বর্ষবরণের উৎসবে নিষেধাজ্ঞা জারি হয়েছে। গোটা শহরে চলছে ১৪৪ ধারা। কারণ সর্বাধিক ওমিক্রন সংক্রমণ ধরা পড়েছে মহারাষ্ট্রে। গোটা দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১,২৭০। মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৪৫০ জন। তারপরেই রয়েছে দিল্লি। সেখানে আক্রান্তের সংখ্যা ৩২০ জন। কেরলে ওমিক্রন আক্রান্ত হয়েছেন ১০৯ জন। গুজরাতে আক্রান্তের সংখ্যা ৯৭ জন। রাজস্থানে ৬৯ জন। তামিলনাড়ুতে ৪৬। কর্নাটকে ৩৪ জন। এছাড়া ওমিক্রন সংক্রমণ ছড়িয়ে পড়েছে অন্ধ্র প্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, চণ্ডীগড়, জম্মু ও কাশ্মীরে।
দেশে করোনা সংক্রমণে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৯১,৩৬১ জন। সুস্থতার হার ৯৮.৩৬ শতাংশ হলেও করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে দেশে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই কয়েক সপ্তাহের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণের তৃতীয় ঢেউ শুরু হয়ে যাবে বলে সতর্ক করা হয়েছে। রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও বাড়তে শুরু করেেছ বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে বর্ষবরণের উৎসবে কোনও রাশ টানা হয়নি। ৩ জানুয়ারি থেকে একাধিক বিধিনিষেধ জারি করা হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই কলকাতা পুরসভা এলাকায় আরও ৫ জন ওমিক্রন ভ্যারিেয়ন্টের সংক্রমিত হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠকে বসেছে কলকাতা পুরসভা। পার্কস্ট্রিটে বর্ষবরণের উৎসবে একাধিক রাশ টানা হয়েছে। কোনও রকম হাঁটাহাঁটি করা যাবে না বলে জানানো হয়েছে।