For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরও বাড়ল দেশে করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ,গত ২৪ ঘণ্টায় কত জনের মৃত্যু জেনে নিন

আরও বাড়ল দেশে করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ,গত ২৪ ঘণ্টায় কত জনের মৃত্যু জেনে নিন

Google Oneindia Bengali News

গত ২৪ ঘণ্টায় দেশে আরও বাড়ল করোনা ভাইরাসের সংক্রমণ। একদিনে আক্রান্ত হয়েছেন ৪৪,২৩০ জন। মারা গিয়েছে ৫৫৫ জন। নতুন করে সংক্রমণ বাড়তে শুরু করেছে একাধিক রাজ্যে। বিশেষ করে দক্ষিণ ভারতের তিন রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধি উদ্বেগ বাড়িয়েছে কেন্দ্রের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪২,৩৬০ জন।

 বাড়ছে সংক্রমণ

বাড়ছে সংক্রমণ

ফের করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসের সংক্রমণ প্রায় ৪৫ হাজারের কাছাকাছি। সংক্রমিত হয়েছেন ৪৪,২৩০ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩,১৫,৭২,৩৪৪ জন। সুস্থতার সংখ্যা ৪২ হাজারের কিছু বেশি। দেশে এখন অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৪,০৫,১৫৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মারা গিয়েছেন ৫৫৫ জন। দেশে করোনা সংক্রমণে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪,৩২,১২৭ জন। অর্থাৎ মোট সংক্রমিত রোগীর সংখ্যাকে ছাপিয়ে গিয়েছে দেশের মোট করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা।

দক্ষিণের তিন রাজ্যে বাড়ছে সংক্রমণ

দক্ষিণের তিন রাজ্যে বাড়ছে সংক্রমণ

করোনা ভাইরাসের সংক্রমণ হঠাৎ করে বাড়তে শুরু করেছে দক্ষিণ ভারতের তিন রাজ্যে। কেরল, কর্নাটক এবং তািমলনাড়ু। কেরলে করোনা সংক্রমণ ৩৭ শতাংশ বেড়েছে বলে রিপোর্ট দিয়েছে সেই রাজ্যের স্বাস্থ্য দফতর। তার সঙ্গে আবার কর্নাটকেও করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। কর্নাটকে হঠাৎ করে ৩৪ শতাংশ করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে। কেরল সংলগ্ন তিন জেলায় করোনা ভাইরােসর সংক্রমণ বাড়তে শুরু করেছে কর্নাটকে। এই নিয়ে সেই জেলার আধিকারীকদের কড়া নির্দেশ দিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। আজ প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক করার কথা বোম্মাইয়ের। এদিকে আবার তামিলনাড়ুতেও করোনা সংক্রমণ বাড়ছে। তামিলনাড়ু সরকার ইতিমধ্যেই বাড়িয়ে দিয়েছে করোনা বিধিনিষেধের সময়সীমা।

 রাজস্থানে সন্তোষজনক রিপোর্ট

রাজস্থানে সন্তোষজনক রিপোর্ট

দক্ষিণ ভারতের তিন রাজ্যে করোনা সংক্রমণ বাড়লেও পশ্চিমের রাজ্য রাজস্থানে কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। গত ২৪ ঘণ্টায় রাজস্থােনর ২৭টি জেলায় করোনা ভাইরাসের একটি সংক্রমণও পাওয়া যায়নি। রাজস্থানই প্রথম করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনার পথ দেখিয়েছিল। রাজস্থানের ভিলওয়াড়া মডেলেই কাজ শুরু হয়েছিল গোটা দেশে।

গুজরাতে টিকাকরণে জোর

গুজরাতে টিকাকরণে জোর

আশপাশের রাজ্যে যখন করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে ঠিক তখনই করোনা টিকাকরণ নিয়ে তৎপর গুজরাত সরকার। রাজ্যের ৫০ শতাংশ প্রাপ্তবয়স্কের টিকাকরণ হয়ে গিয়েছে বলে জানিয়েছে রূপানি সরকার। রাজ্যের ৩.২৬ কোটি মানুষের করোনা টিকা করণ হয়ে গিয়েছে। এদিকে একাধিক রাজ্যে এখনও করোনা টিকার সংকট তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে করোনা টিকা দাবি করে এসেছে।

English summary
Coronavirus news of India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X